জ্যোতিষশাস্ত্র অনুসারে, বুধ উদয় একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এর ফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। এরফলে বহু রাশির জাতক জাতিকার ভাগ্য পাল্টে যায়। ভাবনা চিন্তা, কৌশল, তর্ক বিতর্ক সহ বহু জিনিসের কারক হলেন বুধ। আর রাজকুমার বুধের এই উদয় বিভিন্ন রাশির জাতক জাতিকার জীবন লাভে ভরিয়ে দেয়। দেখা যাক, কোন কোন রাশির জাতক জাতিকারা এই বুধ উদয়ের ফলে লাভ পেতে পারেন।
বুধের স্থিতিতে প্রায়ই পরিবর্তন হতে থাকে। নভেম্বরে বুধ অস্ত হয়েছিলেন, এবার তাঁর উদয় রয়েছে। বুধের উদয়ে বহু রাশি করুণ কষ্টকর পরিস্থিতিতেও পড়তে পারে। আবার বহু রাশি টাকার সুখের মুখও দেখতে পারে। দেখা যাক, বুধের উদয়ে লাকি কারা।
তুলা
আকস্মিক ধনলাভের যোগ তৈরি হতে চলেছে। আপনার আটকে থাকা টাকা পয়সা এই সময় বাড়তে পারে। প্রতিটি ক্ষেত্রে পাবেন সাফল্য। জীবনে দীর্ঘ সময় ধরে চলে আসা সমস্যা হঠাৎ থেমে যেতে পারে। রোজগারের রাস্তা আরও বেশি খুলে যেতে পারে। খুবই ধন সম্পত্তি কামাতে পারেন এই সময়। আপনার কাজের জন্য আপনার কৌশল কার্যকরী ভূমিকা নিতে পারেন। টাকা সঞ্চয়ের ভালো সুযোগ পেতে পারেন।
সিংহ
সুখ, সম্পত্তি, বাহনের কারক বলে মনে করা হয় বুধকে। এই রাশির জাতক জাতিকাদের বিলাস ব্যসনে জীবন ভরে উঠতে পারে। ভৌতিক সুখ প্রাপ্তি হতে পারে এই সময়। গাড়ি, সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হতে পারে। কোথাও বেড়াতে যেতে পারেন। মায়ের সঙ্গে সুসম্পর্ক থাকবে। তাতে ওঁর সমস্ত সমর্থন পেতে পারেন। হঠাৎ করে আসতে পারে টাকা পয়সা। ছাত্রদের জন্য এই সময়ে দারুন লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটতে পারে।
বৃশ্চিক
সম্পত্তি কেনার প্ল্যান থাকলে শুরু হয়ে গিয়েছে ভালো সময়। বিভিন্ন ধরনের ঝুট ঝামেলা যদি আপনাকে ঘিরে থাকে, তাহলে আপনি সেই কষ্ট থেকে মুক্তি পাবেন। চাকরিতেও নতুন নতুন সুযোগ আসবে। টাকা সঞ্চয় করতে পারবেন। নিজের প্রতিদ্বন্দ্বীদের খুবই কড়া টক্কর দিতে পারবেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হতে পারে। নতুন সম্পত্তিতে বিনিয়োগ হতে পারে। প্রেম জীবনে খুশি আনন্দ ভরে থাকতে পারে।
কবে রয়েছে বুধ উদয়:- দৃক পঞ্চাঙ্গ অনুসারে ১২ ডিসেম্বর ভোর ৬ টা ১২ মিনিটে বুধ উদিত হবেন। বুধের উদয়ের ফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )