জ্যোতিষশাস্ত্রমতে বুধের যেকোনও অবস্থান বা গতিরই একটি নির্দিষ্ট মাহাত্ম্য থাকে। গ্রহদের রাজকুমার বুধের গুরুত্ব রয়েছে জ্যোতিষ গণনায়। এদিকে, দেশ দুনিয়াতেও বুধের চলনের প্রভাব পড়ে। আসন্ন সময়ে বুধদেব বক্রী হতে চলেছেন। গোটা ২০২৫ সালে ৩ বার বক্রী হবেন বুধ। ফলে এই ৩ বারই উল্টো চালে চলবেন বুধ। ফলে বছরে ৭০ দিন বুধ থাকবেন বক্রী অবস্থায়। যার ফলে বহু রাশির জাতক জাতিকাদের জীবনে নানান রকমের প্রভাব পড়তে চলেছে। দেখা যাক, এর জেরে লাভ কারা পেতে পারেন।
সিংহ
বুধের উল্টো চালে লাভ আসবে একাধিক রাশির জীবনে। তারমধ্যে সিংহ অন্যতম। আয়ের দিক থেকে বিপুল লাভের যোগ দেখা যাবে। কোনও পুরনো লগ্নি থেকে ভালো লাভ পেতে পারেন। স্টক মার্কেট, রিয়েল এস্টেটের ব্যবসার সঙ্গে জড়িতদের বিপুল লাভ হতে পারে। বিদেশ বা কোনও দীর্ঘ দূরত্বের যাত্রা থেকে লাভ পেতে পারেন। এই সময় গাড়ি বা সম্পত্তি কিনতে পারেন। ব্যবসায়ীরা এই সময় ভালো রোজগার করতে পারেন। কোনও সম্পত্তিতে বিনিয়োগ করলে লাভ পেতে পারেন। যাঁরা বিদেশে চাকরি করছেন, তাঁদের জন্য খুবই ভালো সময়।
বৃষ
এই বুধের উল্টো চাল, বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময় নিয়ে আসবে। আপনার কথায় অনেকেই আকৃষ্ট হয়ে যাবেন। কাজের দিক থেকে আপনি বিশেষ উন্নতি দেখতে পাবেন। চাকরিরতরা প্রমোশন বা বেতনবৃদ্ধির যোগও দেখতে পারেন। যাঁরা নতুন চাকরির খোঁজ করছেন, তাঁরাও পেতে পারেন লাভ। কোনও পারিবারিক কারোর থেকে সাহায্য পেতে পারেন। এই সময় আপনার বহু ইচ্ছা পূরণ হতে পারে।
মকর
এই সময় ভালো সঞ্চয় হবে। আত্মবিশ্বাস এই সময় হু হু করে বেড়ে যাবে। কোথাও লগ্নি করে থাকলে, টাকা ফেরত পাওয়ারও সম্ভাবনা থাকবে। বিদেশে পড়া বা চাকরির যদি যোজনা তৈরি করেন, তাহলে বুধ বক্রী অপনার জন্য সুসময় নিয়ে আসতে চলেছে। আপনার স্বাস্থ্য এই সময় ভালো থাকতে চলেছে। আপনার স্বাস্থ্য আগের থেকে ভালো থাকতে চলেছে। কোথাও কাজের সূত্রে যাত্রা করতে পারেন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )