বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, চন্দ্রের পর সবচেয়ে তীব্র গতিতে এগিয়ে চলে বুধ গ্রহ। আর এবার ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে বুধ ৫ টি গোচর করতে চলেছে। শুধুমাত্র একটি মাসেই এই ৫ গোচর করছেন বুধ। তাতে কোন কোন রাশির সৌভাগ্য তুঙ্গে থাকবে, দেখা যাক।
কন্যা
আপনাদের জন্য বুধের ৫ বার রাশি পরিবর্তন খুবই লাভদায়ক। কারণ বুধ হলেন আপনার রাশির স্বামী গ্রহ। কেরিয়ারের দিক থেকে এই সময় লাভ পাবেন। কেরিয়ারে এগিয়ে যাওয়ার সুযোগ আসবে। লগ্নি করতে হলে এই সময়টি খুবই ভালো সময়। প্রেম জীবনেও আসতে পারে উন্নতির ছোঁয়া। আপনি পেতে পারেন টাকা, ধন সম্পত্তি, সাফল্যের সুযোগ। টাকা সেভিং করার ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। এই সময় গাড়ি, বাড়ি কিনতে পারেন। কোনও সম্পত্তি এই সময় খরিদারি করার সুযোগ আসবে।
মেষ
আপনার আয়ে হু হু করে বৃদ্ধি হতে পারে। বুধ একবার আপনার দ্বাদশ স্থানে আরেকবার আপনার আয়ের ঘরে সঞ্চরণ করবেন। এই সময় আপনার আয়ে ব্যাপক বৃদ্ধি হতে চলেছে। নতুন নতুন সূত্র থেকে টাকা রোজগারে সফল হবেন। বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। কেরিয়ারে নতুন নতুন অধ্যায় যুক্ত হবে। ব্যবসায়ীদের জন্য এই সময় লাভদায়ক হবে। ব্যবসায়িক সম্পর্ক আগের থেকে ভালো হবে।
সিংহ
দাম্পত্য জীবন আগের থেকে ভালোর দিকে যাবে। বুধের ৫ বার চাল বদলের জেরে আপনার ভাগ্যে তুমুল উন্নতির রেশ দেখা যাবে। প্রেম বিয়েতে যাঁরা ইচ্ছুক, তাঁদের জন্য সময়কাল ভালোর দিকে যাবে। কর্মস্থলে কোনও সুসংবাদ পেতে পারেন। কোনও পৈতৃক সম্পত্তি এই সময় পেতে পারেন। এমনই যোগ রয়েছে। যে পরিকল্পনাগুলি করেছিলেন, তা সফল হবে।
কবে কোন পালাবদল রয়েছে বুধের?
গত ৭ ফেব্রুয়ারি বুধ, শ্রাবণ নক্ষত্র থেকে ধনিষ্ঠায় গিয়েছেন। ১১ ফেব্রুয়ারি বুধ যাচ্ছেন শনির রাশি কুম্ভে। ১৫ ফেব্রুয়ারি বুধের নক্ষত্র পরিবর্তন রয়েছে। তিনি যাবেন শতভিষা নক্ষত্রে। ২২ ফেব্রুয়ারি বুধের তৃতীয় নক্ষত্র গোচর রয়েছে। তিনি যাবেন পূর্বভাদ্রপদ নক্ষত্রে। ২৭ ফেব্রুয়ারি কুম্ভ থেকে বেরিয়ে মীনে যাবেন বুধ।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )