বুধ গ্রহকে কথা, গণিত, তর্ক শাস্ত্র, অর্থ ব্যবস্থার কারক মনে করা হয়। বুধ সদ্য বৃষ রাশিতে প্রবেশ করছে। তারফলে তৈরি হতে চলেছে বুধাদিত্য রাজযোগ। যার প্রভাব ৩ রাশিতে সবচেয়ে বেশি পড়বে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশিতে এর সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে।
1/5বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে যেকোনও রাজযোগেরই মাহাত্ম্য রয়েছে। আর সেই মাহাত্ম্যের হাত ধরে বহু রাশিতে কিছু না কিছু প্রভাব পড়তে থাকে। আসন্ন সময়ে বৃষ রাশিতে এক বড়সড় রাজযোগ ঘটতে চলেছে। তার প্রভাবে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। দেখে নেওয়া যাক, কোন কোন রাশির জাতক জাতিকা এই বড়সড় রাজযোগের ফলে লাভবান হতে চলেছেন।
2/5বুধ গ্রহকে কথা, গণিত, তর্ক শাস্ত্র, অর্থ ব্যবস্থার কারক মনে করা হয়। বুধ সদ্য মেষ রাশিতে প্রবেশ করেছে। আর ৭ জুন পর্যন্ত সেখানেই থাকতে চলেছে। তারফলে তৈরি হতে চলেছে বুধাদিত্য রাজযোগ। যার প্রভাব ৩ রাশিতে সবচেয়ে বেশি পড়বে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশিতে এর সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে।
3/5মেষ- বুধের গ্রহ পরিবর্তন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ প্রমাণিত হতে পারে। এই বুধাদিত্য যোগের ফলে আপনাদের ব্যক্তিত্বে এসেছে চমক। আপনার আত্মবিশ্বাসে বৃদ্ধি হবে। অবিবাহিত লোকজনের বিয়ে পাকা হতে পারে। চাকরিতে আগের থেকে পরিস্থিতি ভালো হবে। অংশিদারির যেকোনও কাজে পাবেন সাফল্য। : ছবিটি প্রতীকী (সৌজন্য ফেসবুক)
4/5সিংহ- কেরিয়ারের দিক থেকে বুধাদিত্য রাজযোগের নির্মাণ খুবই লাভদায়ক হবে। কাজের দিক থেকে এই সময় ভালো লাভ হতে পারে। কাজের দিক থেকে এই সময় লাভদায়ক। নতুন চাকরির প্রস্তাব আসবে। আপনার প্রশংসা সকলে করবে। যাঁদের চাকরি নেই, তাঁরা নতুন চাকরি পেতে পারেন।
5/5ধনু- বুধের গোচর এই রাশির জন্য বেশ লাভদায়ক হবে। বুধ নিজের রাশির পঞ্চমভাবে গোচর করতে চলেছে। যাঁরা সন্তান লাভে ইচ্ছুক, তাঁরা পাবেন লাভ। অফিসে পদোন্নতি হতে পারে। অধিকার দায়িত্ব বাড়বে। আর্থিক দিক থেকে সময় দরুন ভালো কাটবে ৭ জুন পর্যন্ত। (এই প্রতিবেদনের তথ্য মান্যতাধর্মী। এর সত্যতার দাবি করেনা হিন্দুস্তান টাইমস বাংলা।) প্রতীকী ছবি