জ্য়োতিষ গণনা বলছে, ১৬ মার্চ বুধ ও সূর্যের মধ্যে যুতিতে বুধাদিত্য রাজযোগের সূচনা হবে। তারফলে ৩ গ্রহে বিশেষ রাশিতে প্রভাব পড়তে পারে। এই তিন রাশিতে কোন কোন দিক থেকে সুসময় বয়ে আনবে এই বুধাদিত্য যোগ, তা দেখে নেওয়া যাক জ্যোতিষ মতে। বুধাদিত্য যোগের প্রভাবে ৩ বিশেষ রাশির রাশিফলে কী কী আসন্ন দেখা যাক।
1/5জ্যোতিষশাস্ত্র মতে, গ্রহরা একটি নির্দিষ্ট সময় পর পর নিজের রাশি পরিবর্তন করে। এর দ্বারা তারা শুভ ও অশুভ যোগও তৈরি করে। এই যোগের প্রভাব মানবজাতীর ওপরেই শুধু নয়, বরং তার প্রভাব দেশ ও দুনিয়ার ওপরেও পড়ে। এদিকে, গ্রহদের রাজা সূর্য গ্রহদের রাজকুমার বুধের সঙ্গে যুতি তৈরি করতে চলেছেন। তারফলে একাধিক রাশির ওপর তার প্রভাব পড়তে চলেছে। (HT_PRINT)
2/5জ্য়োতিষ গণনা বলছে, ১৬ মার্চ বুধ ও সূর্যের মধ্যে যুতিতে বুধাদিত্য রাজযোগের সূচনা হবে। তারফলে ৩ গ্রহে বিশেষ রাশিতে প্রভাব পড়তে পারে। এই তিন রাশিতে কোন কোন দিক থেকে সুসময় বয়ে আনবে এই বুধাদিত্য যোগ, তা দেখে নেওয়া যাক জ্যোতিষ মতে। বুধাদিত্য যোগের প্রভাবে ৩ বিশেষ রাশির রাশিফলে কী কী আসন্ন দেখা যাক। (HT_PRINT)
3/5বৃশ্চিক- বুধাদিত্য রাজযোগ তৈরি হওয়া আপনাদের জন্য খুবই লাভপ্রদ। বিবাহ, সন্তান, আকস্মিক ধনলাভের দিক থেকে এই সময়কাল খুবই ভালো। সন্তানের থেকে কোনও সুখবর পাবেন। পরীক্ষার্থীদের জন্যও এই সময়কাল খুবই ভালো। তাঁদের সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্ক যেমন ভালো দিকে যাবে, তেমনই আর্থিক দিক থেকেও হবে উন্নতি। (HT_PRINT)
4/5ধনু- এই যোগ আপনার রাশিতে চতুর্থভাবে তৈরি হতে চলেছে। এই সময় বহু বিলাসবহুল জিনিসপত্র কিনতে পারেন আপনারা। আপনি এই সময় গাড়ি, বাড়ি কিনতে পারেন। এই যোগের ফলে আপনার কুণ্ডীলেত কর্মভাব তৈরি করতে পারে। ব্যবসায়ীরা ভালো অর্ডার নিতে পারবেন। ধন সম্পত্তি লাভ হতে পারে এই সময়। যাঁরা চাকরির খোঁজ করছেন, তাঁদের ইচ্ছা পূরণ হতে পারে। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে। (HT_PRINT)
5/5মীন-বুধাদিত্য রাজযোগ শুভ প্রমাণিত হতে পারে আপনাদের জন্য। এই সময় বাড়বে আত্মবিশ্বাস। আপনি যে সিদ্ধান্ত নেবেন, সেই সমস্ত সিদ্ধান্ত আপনার পক্ষে যেতে থাকবে। আপনার কথার দ্বারা বাকিরা প্রভাবিত হবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কে হবে উন্নতি। স্বাস্থ্য নিয়ে চিন্তা থেকে যাবে। (এই তথ্য মান্যতাধর্মী, এর সত্যতার দাবি করেনা হিন্দুস্তান টাইমস বাংলা) প্রতীকী ছবি (HT_PRINT)