জ্যোতিষশাস্ত্রমতে বুধের প্রভাব সমস্ত রাশির জাতক জাতিকার মধ্যে রয়েছে। তবে কিছু কিছু রাশিতে বুধ তার অবস্থানের ফলে বিশেষ প্রভাব ফেলে দেয়। এদিকে, আসন্ন নতুন বছরে রয়েছে বুধের এক নয়া চাল। জানুয়ারি মাসে একটি নয়। রয়েছে ২ টি বুধাদিত্য যোগ। বুধ আর সূর্য একসঙ্গে মিলে এই বুধাদিত্য যোগ তৈরি করতে চলেছে। আসন্ন সময়ে কবে এই বুধাদিত্য যোগ রয়েছে, তা দেখে নেওয়া যাক। দেখা যাক, জানুয়ারির বুধাদিত্য যোগের ফলে কোন কোন রাশি লাভের মুখ দেখছে।
ধনু
ধনু রাশির জন্য এই বুধাদিত্য যোগ খুবই লাকি। এই রাশির জাতক জাতিকাদের এবার সময়ে সময়ে আকস্মিক ধনলাভ হবে। আপনার কাজে নতুন উদ্যোগ আসবে। কেরিয়ারের দিক থেকে বিশেষ লাভ হবে। পরিশ্রমের ফল এখন পাবেন। আপনার কথায় অনেকে এখন ইমপ্রেস হতে থাকবেন। আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। কাজের দিক থেকে সময় ভালো যাবে। আপনার ব্যক্তিত্বে উজ্জ্বলতা আসবে।
মকর
বুধাদিত্য রাজযোগ, মকর রাশির জাতক জাতিকার জন্য লাকি প্রমাণিত হতে পারে। আত্মবিশ্বাসে বৃদ্ধি হতে পারে। পার্টনার ও পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে। কেরিয়ারের দিক থেকে সিনিয়রদের সঙ্গে সম্পর্ক আপনাকে ভালো জায়গায় রাখবে। আপনার অনেক রকমের ইচ্ছা পূরণ হবে। এরসঙ্গেই ব্যাঙ্ক ব্য়ালেন্সে বৃদ্ধি হবে। চাকরিরতরা ভালো লাভ পাবেন। আপনার ইচ্ছাপূরণ হবে। ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পাবেন।
মেষ
এই রাজযোগ আপনার জন্য লাকি প্রমাণিত হতে চলেছে। কাজের দিক থেকে এই সময় আপনার জন্য খুবই ভালো হবে। সৌভাগ্যের সহযোগিতা পাবেন। নতুন কোনও চাকরির সুযোগ পাবেন। আগে কোথাও বিনিয়োগ করে থাকলে, তার সুপ্রভাব এখন পেতে আরম্ভ করবেন। ব্যবসায়ীদের এই সময় ভালো ধনলাভ হবে। ব্যবসা বাড়তে থাকবে।
কবে রয়েছে জোড়া বুধাদিত্য যোগ?
২০২৫ সালের জানুয়ারি মাসে রয়েছে জোড়া বুধাদিত্য যোগ। ৪ ফেব্রুয়ারি বুধ ধনু রাশিতে আসার পর তৈরি হবে এই বুধাদিত্য যোগ। আর পরে ২৪ ফেব্রুয়ারি মকর রাশিতে সূর্যে সঙ্গে মিলে তৈরি হবে বুধাদিত্য যোগ। যার প্রভাব ১২ টি রাশির রাশিফলে আসবে।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )