বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে একাধিক গ্রহ নিজের মতো করে পাল্টে ফেলে নক্ষত্র। আবার গ্রহরা পাল্টাতে থাকে রাশিও। কোনও রাশি বা নক্ষত্রে গ্রহদের গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখেন। আসন্ন সময়ে, ২০২৫র বাংলা নববর্ষ পার হলেই রয়েছে বুধাদিত্য যোগ। ব্যবসার কারক বুধ আর গ্রহদের রাজা সূর্য একত্রে আসতেই তৈরি হবে বুধাদিত্য যোগ। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পেতে আরম্ভ করতে পারেন। কবে রয়েছে এই বুধাদিত্য যোগ? কারা পাবেন এর থেকে লাভ? দেখে নিন।
মেষ
বুধাদিত্য রাজযোগ মেষ রাশির জাতক জাতিকার জন্য সুখবর নিয়ে আসতে চলেছে। এই রাজযোগ আপনার রাশিতে লগ্নভাবে তৈরি হবে। আপনার কাজে আসবে আগের থেকে বেশি উজ্জ্বলতা। বৈবাহিক জীবনে আসবে সুখ। অবিবাহিতদের জন্য কোনও বিয়ের প্রস্তাব আসতে পারে। কর্মক্ষেত্রে আর্থিক দিক থেকে পাবেন সাফল্য। স্বাস্থ্যের দিক থেকে পাবেন সাফল্য।
মিথুন
এই সময় আমদানিতে বিপুল বৃদ্ধি হবে। আপনার লাভের স্থানে তৈরি হচ্ছে এই যোগ। এর পাশাপাশি অনেক নতুন উৎস থেকে অর্থ উপার্জনের সুযোগ থাকবে। সূর্য দেবতার কৃপায় আপনার আত্মবিশ্বাস দৃঢ় হবে। ব্যবসায় নতুন পরিকল্পনা বাস্তবায়িত হবে। এছাড়াও, পুরানো বিনিয়োগ থেকেও ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমদানিতে দারুন বৃদ্ধি হতে পারে।
সিংহ
বুধাদিত্য যোগ, আপনার ভাগ্যে শুভ প্রভাব বয়ে আনবে। এই সময়ে বেতন বৃদ্ধি এবং ব্যবসায় নতুন সুযোগের সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ থেকে ভাল লাভের সম্ভাবনা রয়েছে এবং দেশ এবং বিদেশে ভ্রমণের সুযোগও হতে পারে। এই সময়ে, আপনি ধর্মীয় এবং শুভ কাজে অংশগ্রহণ করতে পারেন, যা আপনাকে মানসিক এবং আধ্যাত্মিক শান্তি দেবে।
কবে রয়েছে বুধাদিত্য যোগ?
মে মাসে রয়েছে বুধাদিত্য যোগ। আর তার জেরেই এই বিপুল পরিমাণ রাশি লাভের মুখ দেখতে চলেছে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )