উল্লেখ্য যেকোনও গ্রহণেরই একটি সুতককাল থাকে হিন্দুশ... more
উল্লেখ্য যেকোনও গ্রহণেরই একটি সুতককাল থাকে হিন্দুশাস্ত্র মতে। কোনও গ্রহণের ৯ ঘণ্টা আগে থেকে যে সময় তাকে বলা হয় সুতককাল। এই সময়কালে শুভ কাজ করা হয় না। ফলে দেবদর্শন, পুজো পাঠ ও দেবতার মূর্তি স্পর্শ থেকেও বিরত থাকার কথা বলা হয় শাস্ত্র মতে।
1/5কার্তিক পূর্ণিমায় পড়ছে চন্দ্রগ্রহণ। ৮ নভেম্বর রয়েছে চন্দ্রগ্রহণ। ফলে বৈদিক জ্যোতিষশাস্ত্রমতে এই কার্তিক পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। উল্লেখ্য ওই একই দিনে রয়েছে দেব দীপাবলি। সেই দিন পড়ছে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। একনজরে দেখা যাক, এর সময় ক্ষণ, ও সুতককাল। (AP Photo/Hassan Ammar)
2/5সুতক কাল কী- উল্লেখ্য যেকোনও গ্রহণেরই একটি সুতককাল থাকে হিন্দুশাস্ত্র মতে। কোনও গ্রহণের ৯ ঘণ্টা আগে থেকে যে সময় তাকে বলা হয় সুতককাল। এই সময়কালে শুভ কাজ করা হয় না। ফলে দেবদর্শন, পুজো পাঠ ও দেবতার মূর্তি স্পর্শ থেকেও বিরত থাকার কথা বলা হয় শাস্ত্র মতে।
3/5চন্দ্রগ্রহণের তারিখ- ৮ নভেম্বর সন্ধ্যে ৫.৩৫ মিনিট থেকে শুরু হচ্ছে চন্দ্রগ্রহণ। এটি সন্ধ্যে ৬.১৯ মিনিটে শেষ হয়ে যাবে। এই বিশেষ দিনে একাধিক নিয়ম পালিত হয়। এমনতি তার আগে থেকে শুরু হয়ে যায় সুতককাল।
4/5সুতককাল কবে থেকে- চন্দ্রগ্রহণের সুতককাল সকাল ৮.১০ মিনিট থেকে শুরু হচ্ছে। আর তা সন্ধ্যে ৬.১৯ মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে। সুতককাল শুরু হওয়ার পর মন্দিরে দেব দর্শন বন্ধ থাকবে। সুতককাল শেষ হলে তবেই খুলবে মন্দিরের দরজা। এছাড়াও এই দিন দেব দীপাবলি পালিত হবে কি না, তা নিয়েও রয়েছে জল্পনা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
5/5ভারতে চন্দ্রগ্রহণ কোথায় দেখা যাবে- ভারতে চন্দ্রগ্রহণ দেখা যাবে কলকাতা থেকে। এছাড়াও শিলিগুড়ি, পাটনা, রাঁচি, গুয়াহাটিতে দেখা যাবে চন্দ্রগ্রহণ।