দিকে দিকে ‘আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল’র রব! আর সেই দোলের দিনই পড়েছে ২০২৫ সালের প্রথম চন্দ্রগ্রহণ। জ্যোতিষশাস্ত্রমতে, গ্রহণকে শুভ বলে মনে করা হয় না। এদিকে, হিন্দুশাস্ত্রমতে অন্যতম শুভ উৎসব দোল। সেই দিনে চন্দ্রগ্রহণ পড়ায় অনেকের মনেই রয়েছে প্রশ্ন। দোল পূর্ণিমার তিথি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর দোলে রঙের উদযাপনের দিন রয়েছে চন্দ্রগ্রহণ। জ্যোতিষমত বলছে, এই চন্দ্রগ্রহণ অনেকের ভাগ্যে শুভ ফল দিতে চলেছে। কোন কোন রাশি এই চন্দ্রগ্রহণ থেকে লাভের মুখ দেখবে, দেখে নেওয়া যাক। তার আগে দেখা যাক, ১৪ মার্চের চন্দ্রগ্রহণ কতক্ষণ থাকছে?
চন্দ্রগ্রহণের সময়কাল:-
ভারতীয় সময় অনুসারে, ১৪ মার্চ গ্রহণের উপছায়া স্পর্শ সকাল ৯ টা ২৬ মিনিটে। গ্রহণের স্পর্শ বা আরম্ভ সকাল ১০ টা ৩৯ মিনিটে। পূর্ণগ্রাস গ্রহণের সমাপ্তি দুপুর ২ টো ১৮ মিনিটে। উপচ্ছায়া মোক্ষ ত্যাগ দুপুর ৩ টে ৩২ মিনিটে। পঞ্জিকামতে গ্রহণের স্থিতি ৩ ঘণ্টা ৩৯ মিনিট।
চন্দ্রগ্রহণের ফলে লাকি রাশি কারা?
এদিকে, চন্দ্রগ্রহণের ফলে শুক্রাদিত্য ও মালব্য যোগও তৈরি হবে। এই দুই রাজযোগ শুভ বলে প্রমাণিত হবে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। কারা লাকি, দেখে নিন।
তুলা
আপনার রাশিতে চন্দ্রগ্রহণ ১১তম ভাবে তৈরি হচ্ছে। এরফলে বন্ধুদের থেকে কোনও ভালো খবর পেতে পারেন। আপনার আয়ও এই সময় ভালোর দিকে থাকবে। কেরিয়ারে উন্নতিতে বড় দাদার থেকে পাবেন সহায়তা। এই সময়ে বিনিয়োগের সঙ্গে সঙ্গে লাভও পাবেন। ব্যবসার সঙ্গে জড়িত বহু কিছু লাভ হবে। বিদেশেও যাওয়ার সুযোগ পাবেন। ব্যবসায় খুব লাভ হবে।
বৃশ্চিক
আপনার রাশিতে দশমভাবে এই যোগ হবে। ব্যবসার সঙ্গে জড়িত কোনও বড় লাভ এই সময় পেতে পারেন। বিবাহিতদের দাম্পত্য জীবন আগের থেকেও ভালো কাটবে। জীবনে আসবে সুখ শান্তি। পরিবারর সকলের সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে। কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। সম্পর্কগুলি আগের থেকে ভালোর দিকে যাবে। সঞ্চয় বাড়বে। অনেক ইচ্ছা পূরণ হবে।
ধনু
চন্দ্রগ্রহণ আপনার গোচর কুণ্ডলীতে নবমভাব রয়েছে। এই সময় আপনার ভাগ্যোদয় হবে। দেশ বিদেশে ঘোরার সুযোগ আসবে। কর্মক্ষেত্রে বজড সাফল্য পাবেন। পড়ুয়ারাও বড় সাফল্য পেতে পারেন। চাকরিরতদের কর্মস্থলে বিশাল লাভ আসবে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )