Chandra Grahan effects on Zodiacs: সদ্য সূর্যগ্রহণ হয়েছে। দু'সপ্তাহের মধ্যেই চন্দ্রগ্রহণ হতে চলেছে। আগামী ৮ নভেম্বর চন্দ্রগ্রহণ হবে। সেদিন রাস পূর্ণিমা। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সেদিন চন্দ্রগ্রহণের ফলে চারটি রাশির জাতকরা বিশেষভাবে লাভবান হবেন। চারটি রাশির জাতকদের সতর্ক থাকতে হবে।
1/5আগামী ৮ নভেম্বর (মঙ্গলবার) রাস পূর্ণিমার দিনে হতে চলেছে চন্দ্রগ্রহণ। যা চলতি বছরের শেষ গ্রহণ হতে চলেছে। ভারত থেকে গ্রহণের পুরোটা দেখা যাবে না। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্রহণের শেষ অংশ থেকে ভারত থেকে পরিলক্ষিত হবে। দেখা যাবে কলকাতা-সহ পশ্চিমবঙ্গ থেকেও। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/5কলকাতার পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের তরফে জানানো হয়েছে, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, এশিয়া, উত্তর আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে। শুরুর দিকে পশ্চিম আর্জেন্টিনা, চিলি, বলিভিয়া, ব্রাজিলের মতো এলাকা থেকে গ্রহণ পরিলক্ষিত হবে। ভারত থেকে শুধুমাত্র গ্রহণের শেষ অংশ দেখা যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
3/5কখন চন্দ্রগ্রহণ শুরু হবে এবং শেষ হবে? ভারতীয় সময় অনুযায়ী, দুপুর ১ টা ৩০ মিনিট ৪ সেকেন্ড থেকে গ্রহণ শুরু হবে। শেষ হবে সন্ধ্যা ৭ টা ২৭ মিনিট ৯ সেকেন্ডে। পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের তথ্য অনুযায়ী, ৮ নভেম্বর কলকাতায় চাঁদ উঠবে বিকেল ৪ টে ৫২ মিনিটে। মেদিনীপুরে বিকেল ৪ টে ৫৭ মিনিট, মুর্শিদাবাদে ৪ টে ৪৯ মিনিটে, শিলিগুড়িতে বিকেল ৪ টে ৪৬ মিনিট এবং দার্জিলিঙে বিকেল ৪ টে ৪৬ মিনিটে উঠবে চাঁদ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
4/5বছরের শেষ চন্দ্রগ্রহণে কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বছরের শেষ গ্রহণে লাভবান হতে চলেছেন চারটি রাশির জাতকরা। সেই রাশিগুলি হল - মিথুন রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং কুম্ভ রাশি। মধ্যমানের ফল পাবেন সিংহ, তুলা, ধনু এবং মীন রাশির জাতকরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)
5/5চন্দ্রগ্রহণের দিন কোন কোন রাশির জাতকদের সতর্ক থাকতে হবে? সূর্যগ্রহণের পর দু'সপ্তাহ কাটতে না কাটতেই চন্দ্রগ্রহণ হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, চন্দ্রগ্রহণের দিন মেষ, বৃষ, কন্যা এবং মকর রাশির জাতকদের সতর্ক থাকতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)