আজ বুদ্ধপূর্ণিমা। আজ আবার উপচ্ছায়া চন্দ্রগ্রহণ (বিজ্ঞানের ভাষায় গ্রহণ নয়) আছে। যে অভূতপূর্ব সংযোগ ১৩০ বছর পর তৈরি হয়েছে। তার ফলে কয়েকটি রাশির জাতকদের ভাগ্যোদয় হবে। কোন কোন রাশির জাতকদের অর্থপ্রাপ্তি হতে চলেছে, তা দেখে নিন -
1/5১৩০ বছর পর চন্দ্রগ্রহণ এবং বুদ্ধপূর্ণিমার অদ্ভুত সংযোগ তৈরি হচ্ছে। সেই পরিস্থিতিতে একাধিক রাশির জাতকদের জন্য চন্দ্রগ্রহণ অত্যন্ত লাভবান হতে চলেছে। ওই রাশির জাতকরা আর্থিক দিক থেকে লাভবান হবেন। ধনপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
2/5বৃষ রাশি- বুদ্ধি পূর্ণিমায় চন্দ্রগ্রহণের ফলে বৃষ রাশির জাতকরা অত্যন্ত শুভ ফল লাভ করবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আটকে থাকা অর্থ ফেরত পাবেন বৃষ রাশির জাতকরা। সঞ্চিত অর্থের পরিমাণ বাড়বে। কেরিয়ারে উন্নতির যোগ তৈরি হতে চলেছে। বিবাহিত জীবন সুখকর হবে। জীবনে সুখ-সমৃদ্ধি বাড়বে।
3/5সিংহ রাশি- বুদ্ধপূর্ণিমায় চন্দ্রগ্রহণের ফলে সিংহ রাশির জাতকদের জীবনে শুভ প্রভাব পড়বে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের যোগ তৈরি হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিলে তাতে শুভ খবর পাবেন সিংহ রাশির জাতকরা। কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হবে। সমাজে মান-সম্মান বাড়বে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/5কন্যা রাশি- বুদ্ধ পূর্ণিমায় চন্দ্রগ্রহণের ফলে কন্যা রাশির জাতকদের দারুণ সময় শুরু হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সমাজে মান-সম্মান বাড়বে। অর্থ সংক্রান্ত সমস্যা কেটে যাবে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে আরও বেশি সুযোগ-সুবিধা মিলবে। যে কন্যা রাশির জাতকরা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত, তাঁরা বড় কোনও সুখবর পেতে পারেন।
5/5মকর রাশি- বুদ্ধপূর্ণিমায় চন্দ্রগ্রহণের ফলে মকর রাশির জাতকদের জীবনে শুভ প্রভাব পড়বে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আর্থিক অবস্থা মজবুত হবে। যাঁরা চাকরির সন্ধানে আছেন, তাঁরা চাকরি পেতে পারেন। খরচ কমবে। সঞ্চিত অর্থ বাড়বে। যে মকর রাশির জাতকরা ব্যবসা করেন, তাঁদের মুনাফা বাড়বে। সমাজে বাড়বে মান-সম্মান।