বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহই নির্দিষ্ট সময় পর পর নিজের অবস্থান পাল্টে ফেলে। চলতি বছরে ১৪ মার্চ রয়েছে হোলি। আর সেই দিনে চন্দ্রগ্রহণ পড়তে চলেছে। সেই দিনেই আবার সূর্যদেব গোচর করে মীন রাশিতে প্রবেশ করবেন। তারফলে ফলে একই দিনে চন্দ্রগ্রহণ আর সূর্যের গোচরের ফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। যার ফলে কিছু রাশির ভাগ্যের পরিবর্তন হতে পারে। এর জেরে কিছু রাশিতে আকস্মিক ধনলাভ হতে পারে। দেখা যাক, লাকি কারা হতে পারেন।
মিথুন
সূর্যদেব আপনার রাশিতে কর্মভাবে বিচরণ করবেন। ব্যবসায়ী বা চাকরিরতদের জন্য এইটি খুবই ভালো সময়। নতুন চাকরি, প্রমোশন, ব্যবসায়ে সাফল্য আসতে পারে। যদি বিদেশে সেটল হতে চান, তাহলে এই সময় ভালো খবর আসতে পারে। এই সময় আপনার আয় বাড়তে পারে। নতুন নতুন সূত্র থেকে আয় হতে পারে। ব্য়বসায়ীদের ভালো ধনলাভ হতে পারে। ব্যবসা বাড়তে পারে।
বৃষ
আপনার আয়ে এই সময় বৃদ্ধি হতে পারে। নেটওয়ার্ক থেকে আপনার জনপ্রিয়তা বাড়বে। একইসঙ্গে সূর্য গোচর আর চন্দ্রগ্রহণ একাধিক রাশির জন্য সুখবর আনবে। লগ্নি থেকে এই সময় লাভ হতে পারে। আপনার নানান ইচ্ছা পূরণ হতে পারে। ব্যবসায় আসতে পারে নতুন গ্রাহক। এছাড়াও ব্যবসায় আসতে পরেন কোনও নতুন অংশীদার।
কর্কট
সব কাজে এই সময়কালে পাবেন সৌভাগ্যের ছোঁয়া। সূর্যদেব আপনার রাশিতে ভাগ্যস্থানে সঞ্চরণ করছেন। এই সময় আপনি আপনার আধ্যাত্মিক উন্নতি লাভ করবেন। আপনার ব্যক্তিত্ব প্রভাবিত হবে। আপনি অনেক বেশি আকর্ষণ অনুভব করবেন। বিবাহিতদের বৈবাহিক সুখ স্বাচ্ছন্দ্য আসবে। এর সঙ্গেই প্রেমের সম্পর্ক আগের থেকে ভালোর দিকে যাবে। এই সময় দেশ বিদেশে যাত্রা করতে পারেন। চাকরির নতুন সুযোগ আসতে পারে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )