জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহ-নক্ষত্রের অবস্থান বদল, বদলে দিতে পারে কোনও মানুষের ভাগ্য। একেকটি গ্রহ ও নক্ষত্র এক-একেক সময়ে করে আবস্থান বদল। আর তার ফল সোজাসুজি এসে পড়ে কিছু রাশির ওপর। কেউ লাভবান হন, কারও জীবনে আবার সৃষ্টি হয় জটিলতা। সামনের মাসে অর্থাৎ অগস্টে অবস্থান বদল করতে চলেছে চারটি গ্রহ। যার প্রভাবে লাভবান হবে ৪ রাশি। আসবে খুশি, অর্থ, প্রতিপত্তি।
অগাস্টে প্রথম যে গ্রহ অবস্থান বদল করবে সেটা হল বুধ। ৯ অগাস্ট চন্দ্রের প্রতীক কর্কট রাশি থেকে বেরিয়ে সূর্যের প্রতীক সিংহ রাশিতে প্রবেশ করবে বুধ। ২৬ অগাস্ট পর্যন্ত সিংহ রাশিতেই থাকবে বুধ। তারপর সে যাবে কন্যা রাশিতে। ১১ অগাস্ট শুক্র সিংহ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশিতে প্রবেশ করবে। ৬ সেপ্টেম্বর অবধি সেখানেই অবস্থান করে যাবে তুলা রাশিতে। সামনের মাসেই অবস্থান বদল সূর্যের। ১৭ অগাস্ট সিংহ রাশিতে প্রবেশ করবে। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সিংহতেই থাকবে সূর্য। চলুন দেখে নেওয়া যাক অগস্ট মাস অত্যন্ত শুভ হিসেবে দেখা দেবে কোন ৪ রাশির জীবনে--
মেষ রাশি:
অগস্টে এই রাশির জাতকদের ব্যস্ততা বাড়বে। কারণ, কর্মক্ষেত্রে আসবে নতুন সুযোগ। ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত আছেন, তাঁরা লাভবান হবেন বেশি। লগ্নির জন্য চিন্তা করতে পারেন এই সময়। শরীর ও মন ভালো থাকবে। সংসার জীবনেও সুখ বজায় থাকবে।
মিথুন রাশি:
আগামী মাসে বদলে যাবে মিথুন রাশির ভাগ্য। কয়েক মাস যাবৎ বেশ দোনামোনায় কাটাচ্ছেন সময়। চলতি মাসে নতুন খবর আসবে আপনার জীবনে। সঙ্গীর কাছ থেকে সুসংবাদ পেতে চলেছেন। কাজের জায়গায় আপনার সুনাম বৃদ্ধি পাবে। রোজগার বাড়বে।
তুলা রাশি:
এই রাশির জাতকরা যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছেন, তাঁদের মনোষ্কামনা পূরণ হতে পারে। সরকারি চাকরির যোগ রয়েছে। বিদ্যার্থীদের জন্যও মাসটি বিশেষ শুভ। নতুন ব্যবসায় হাত দিতে পারেন। লটারি জেতার সম্ভাবনা রয়েছে। তবে মাথা গরম করবেন না। ঠান্ডা মাথায় পরিস্থিতি বিবেচনা করেই যে কোনও সিদ্ধান্ত নেবেন।
সিংহ রাশি:
অগস্টে রাশি-নক্ষত্রের অবস্থান বদলে বিশেষ লাভবান হবেন ৪ রাশির জাতকরা। এদের আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পাবে। আগের চেয়ে হাসিখুশি থাকবেন। সংসারে শান্তি বজায় থাকবে। চাকরি ক্ষেত্রে গুপ্ত শত্রু ক্ষতি করার চেষ্টা করলেও কোনও লাভ করতে পারবে না। নিজের ক্ষমতায় উচ্চাসনে আসীন হবেন। তবে, হাজারও ব্যস্ততার মাঝে নিজের শরীরের যত্ন নিন।