সূর্যদেবের বিশেষ পুজোকে কেন্দ্র করে পালিত হয় ছট পুজো। ২০২৪ সালের ছট পুজো ঘিরে বিহার থেকে উত্তর প্রদেশ সহ দেশের নানান প্রান্তে সাজো সাজো রব। কবে পড়েছে ছট পুজো? কবে রয়েছে ছট পুজোর তিথি? দেখে নেওয়া যাক।
সূর্য ষষ্ঠী বা ছট পুজো:-
ছট পুজো মূলত, সূর্য ষষ্ঠী নামে পরিচিত। এই পুজোয় সূর্য ও ষষ্ঠীদেবীর আরাধনা করা হয়। এই পুজোর শেষের দুই দিন, অর্থাৎ ষষ্ঠী ও সপ্তমীর দিন সূর্যদেবকে অর্ঘ্য দিয়ে পুজো সমাপ্ত করা হয়। ছট পুজোর বেশ কয়েকটি ধাপ রয়েছে। এক এক দিনের পুজোর এক একটি নামকরণ রয়েছে। দেখা যাক, সেই নামকরণ। ছট পুজোর তিথি।
ছট পুজোর তিথি ও তারিখ:-
ছট পুজোর প্রথম দিনটি নাহায়-খায় নামে পরিচিত। এই দিন থেকেই শুরু পুজো। ২০২৪ সালে ৫ নভেম্বর, মঙ্গলবার পালিত হবে নাহায়- খায় উৎসব। ছট পুজোর দ্বিতীয় দিনকে বলা হয় খরনা। ৬ নভেম্বর বুধবার এই দিনটি পালিত হবে ২০২৪ সালে। এরপর আসে তৃতীয় দিন। সেই দিন জলে দাঁড়িয়ে উপাসনা করে অস্তগামী সূর্যকে অর্ঘ্যদান করা হয়। ৭ নভেম্বর রয়েছে সেই সন্ধ্যা অর্ঘ্যের সময়কাল। সন্ধ্যা অর্ঘ্যের তিথি ৭ নভেম্বর সকাল ৬ টা ৩৮ মিনিট থেকে শুরু হবে, আর সন্ধ্যা ৫ টা ৩২ মিনিটে শেষ হবে। উষা অর্ঘ্য নভেম্বর মাসের ৮ তারিখে সকাল ৬ টা ৩৮ মিনিটে শুরু হবে আর তা শেষ হবে বিকেল ৫টা ৩১ মিনিটে।
পুজোর নিয়ম:-
অত্যন্ত নিষ্ঠা সহকারে ছট পুজোর ব্রত পালিত হয়। খরানার দিন থেকে দ্বিতীয় দিন ও ঊষা অর্ঘ্য না দেওয়া পর্যন্ত ৩৬ ঘণ্টা নির্জলা উপবাস এই দিনে করতে হয়। এই পুজোর প্রধান প্রসাদ হল ঠেকুয়া। মূলত, একটি কুলোর মধ্যে ঠেকুয়া সহ নারকেরলের ফল সহ নানান সামগ্রী নদীতে অর্পণ করা হয়। ষষ্ঠীর দিন সন্ধ্যায় জলে দাঁড়িয়ে সূর্যের আরাধনা করা হয় এই পুজোয়। তারপর পরিবারের সদস্যরা এক এক করে কুলোয় দুধের অর্ঘ্য দেন। এই পুজোর জন্য লুচি, পায়েস সহ ঠেকুয়া তৈরি হয় মাটির উনুনে।