
আজ রাশিফল: জানুন মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির ভাগ্যফল 15 January-র জন্য
১ মিনিটে পড়ুন . Updated: 15 Jan 2021, 09:07 AM IST- শুক্রবার কোন রাশির কী পূর্বাভাস, জানাচ্ছেন জ্যোতিষীরা।
মেষ- পড়াশোনায় বাধা উৎপন্ন হতে পারে। কর্মস্থলে সহকর্মীদের কারণে চিন্তিত থাকবেন। পেটের সমস্যা দেখা দিতে পারে। জীবনসঙ্গীর অনাদর লাভ করতে পারেন। গাড়ি ক্রয়ের যোগ সৃষ্টি হচ্ছে।
বৃষ- পরাক্রম বৃদ্ধি হবে। কর্মপদ্ধতি পরিবর্তনের ফলে লাভ হবে। আত্মীয়রা আপনার বাড়ি আসতে পারেন। বিরোধী পরাজিত হবে। পরিবারে কোনও বয়স্ক ব্যক্তি অসুস্থ হয়ে পড়তে পাড়েন। ভালোবাসা ব্যক্ত করার জন্য সময় উপযুক্ত।
মিথুন- সময় থাকতে নিজের মনের কথা প্রকাশ করুন। সৎ হলে সাফল্য লাভ করবেন। অন্যেরা আপনার সরল মন ও ব্যবহারের সুযোগ নিতে পারে, সতর্ক থাকুন। ব্যবসা বৃদ্ধি হবে। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
কর্কট- ব্যবসায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। পুরনো কথা মনে করে নিজের সময় নষ্ট করবেন না। আপনজনদের সঙ্গ মানসিক শান্তি দেবে। প্রেম সম্পর্কের কারণে বিবাদ সম্ভব। জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন। ধনলাভের সম্ভাবনা রয়েছে।