Daily Horoscope Today: আজ মঙ্গলবার (১৬ অগস্ট)। যে দিনটা জ্যোতিষশাস্ত্রে বজরংবলীর জন্য উৎসর্গ করা হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আজ একাধিক রাশির জাতকরা বজরংবলীর আশীর্বাদ পাবেন। মঙ্গলবার কোন রাশির কেমন কাটবে, দেখুন মেষ থেকে মীনের ভাগ্যফল-
1/12মেষ রাশি- ধৈর্য ধরতে হবে। অকারণে রেগে যাবেন না। মায়ের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। বাবার সহযোগিতা মিলবে। ব্যবসার বহর বাড়বে। মনে অস্থিরতা থাকবে। অর্থ সংক্রান্ত সমস্যায় বিব্রত থাকতে পারেন। পরিবারে সুখ-শান্তি বিরাজ করবে। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। কর্মক্ষেত্রে ঝামেলা হতে পারে। কোনও সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন। লাভের সুযোগ থাকবে।
2/12বৃষ রাশি- মনে অস্থিরতা থাকবে। পারিবারিক দায়িত্ব বাড়বে। ব্যবসার মুনাফা বাড়তে পারে। কাজ বেশি হবে। অর্থ লাভ হবে। সন্তানের থেকে সুখবর পাবেন। খরচ বাড়বে। মেজাজ খিটখিটে থাকতে পারে। ভাইদের সঙ্গে ঝামেলা হতে পারে। শারীরিক অবস্থার উন্নতি হবে।
3/12মিথুন রাশি- ব্যবসার বহর বাড়বে। বিদেশে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। পরিবারের কোনও প্রবীণের থেকে অর্থ লাভ হতে পারে। মনে ইতিবাচক চিন্তাভাবনা থাকবে। আত্মবিশ্বাস বাড়বে। পারিবারিক জীবনে সমস্যা হতে পারে। পরিবারের আর্থিক অবস্থার উন্নতি হবে। চাকরিতে সিনিয়রদের সঙ্গে ঝামেলা হতে পারে। খরচ বাড়বে। শিক্ষা সংক্রান্ত কাজে সাফল্য মিলবে।
4/12কর্কট রাশি- নয়া ব্যবসা শুরু করতে পারেন। আয় বাড়বে। সম্পত্তি থেকে আয় বাড়তে পারে। পরিবারের সহযোগিতা মিলবে। ব্যবসায়িক অবস্থার উন্নতি হবে। অধিক পরিশ্রম করতে হবে। মন প্রসন্ন থাকবে। আত্মবিশ্বাস বাড়বে। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
5/12সিংহ রাশি- মনে হতাশা থাকবে। স্বাবলম্বী হবেন। অকারণে রেগে যেতে পারে। চাকরিতে আধিকারিকদের সহযোগিতা মিলবে। জীবনে উন্নতির সুযোগ মিলবে। ভাই-বোনের সহযোগিতায় আবারও ব্যবসা শুরু করতে পারবেন। কথাবার্তায় মাধুর্যের অভাব হবে। কথোপকথনে ভারসাম্য বজায় রাখতে হবে। অন্য কোথাও যেতে হতে পারে। কাজের চাপ বাড়বে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
6/12কন্যা রাশি- শিক্ষা সংক্রান্ত ও গবেষণামূলক কাজে ভালো ফল মিলবে। বাবার স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। পরিবারের সহযোগিতা মিলবে। চাকরির কারণে বিদেশ যাওয়ার পথ প্রশস্ত হতে পারে। পরিবারে অশান্তি হতে পারে। কর্মক্ষেত্রে সমস্যায় বিব্রত হতে পারে। আধিকারিকদের সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। বাড়তি কোনও দায়িত্ব থাকতে পারে। অভিভাবকদের সহযোগিতা পাবেন। সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা থাকবে।
7/12তুলা রাশি- কোনও বন্ধুর সহযোগিতায় চাকরির সুযোগ লাভ করবেন। আয় বাড়বে। ব্যয়ও বাড়তে পারে। ব্যবসায়িক পরিস্থিতির উন্নতি হবে। লাভের সুযোগ পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন। সুখ বাড়বে।
8/12বৃশ্চিক রাশি- পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। পড়াশোনা সংক্রান্ত কাজে সফল হবেন। সম্মান পাবেন। শিল্প ও সঙ্গীতের প্রতি ঝোঁক থাকতে পারে। আপনার স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। চাকরিতে সিনিয়রদের সহযোগিতা পাবেন। আয় বাড়তে পারে।
9/12ধনু রাশি- চাকরিতে পদোন্নতি হতে পারে। ধনু রাশির জাতকারা দীর্ঘদির ধরে আটকে থাকা অর্থ ফিরে পেতে পারেন। বন্ধ থাকা কাজ আবার শুরু হবে। ব্যবসায়ীরা লাভবান হবেন। হঠাৎ আর্থিক লাভ হতে পারে। বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন।
10/12মকর রাশি- মন প্রসন্ন থাকবে। আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখুন। ব্যবসায় অসুবিধা হতে পারে। সতর্ক থাকুন। বুদ্ধিবৃত্তিক কার্যকলাপ আয়ের উৎস হতে পারে। অলসতার আধিক্য থাকবে। পারিবারিক সমস্যায় বিব্রত থাকবেন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি হবে। পরিবারে ধর্মীয় অনুষ্ঠান হবে। ভ্রমণ উপকারী হবে। সন্তানদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন।
11/12কুম্ভ রাশি- চাকরিতে ভালো খবর পেতে পারেন। পরীক্ষায় ভালো ফল হবে। কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি হবে। ভালো ফল লাভ করবেন। আয় বাড়তে পারে। তার ফলে স্বাভাবিকভাবেই আর্থিক অবস্থা ভালো হবে।
12/12মীন রাশি- মন প্রসন্ন থাকবে। পরিবারের কোনও দায়িত্ব পেতে পারেন। আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন। ব্যবসায় পরিশ্রম বাড়বে। যাত্রার খরচ বাড়বে।