মঙ্গলবার সিংহ, তুলা, বৃশ্চিক ও কন্যা রাশির জন্য মিশ্র ফলদায়ক হতে পারে। কোনও রাশিকে যেমন কর্মক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে, তেমনই কোনও রাশিকে পারিবারিক সমস্যা সামাল দিতে হতে পারে। তবে কিছু রাশির ভাগ্যে রয়েছে অর্থযোগ। জেনে নেওয়া যাক, সিংহ, তুলা, বৃশ্চিক ও কন্যা রাশির কেমন কাটবে মঙ্গলবার।
সিংহ রাশি: ভ্রমণের জন্য দিনটি শুভ নয়। মা-বাবার সঙ্গে বিরোধে মাথা ঠান্ডা রাখুন। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়ার ফলে সংসারে অশান্তি হতে পারে। নিম্নতন স্তরের শিক্ষার্থীদের জন্য দিনটি খুব শুভ। বন্ধুর সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। ব্যবসায় উন্নতির যোগ আছে।
কন্যা রাশি: আর্থিক ক্ষেত্র খুব ভালো যাবে না। পারিবারিক ক্ষেত্র খুব খারাপ, সতর্ক থাকতে হবে। জীবিকা নিয়ে কষ্টভোগ কপালে রয়েছে। তবে ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক-ভাগ্য ভালো। উচ্চপদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন।
তুলা রাশি: দুপুর নাগাদ ব্যবসা ভালো হবে। ইচ্ছাপূরণ হতে পারে। বন্ধুর জন্য খরচ বাড়তে পারে। পড়াশোনার চাপ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন। চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে। আর্থিক উন্নতির তেমন যোগ নেই।
বৃশ্চিক রাশি: ব্যবসায় ক্ষতি হতে পারে। বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ হতে পারে। নতুন কোনো সম্পর্ক নিয়ে বিবাদ বাঁধতে পারে। কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে। সংসারের ব্যয় বাড়তে পারে। গরিব মানুষকে সাহায্য করে আনন্দ লাভ করবেন।