Daily Astrological Horoscope 6 March 2023: সোমবার সপ্তাহের শুরুর দিনটি কেমন কাটবে তা ১২ রাশির রাশিফলে উঠে আসছে। একনজরে দেখে নিন তুলা থেকে মীন রাশির ভাগ্যে কী রয়েছে আজ?
1/7জ্যোতিষমতে, ১২ রাশির রাশিফলে ৬ মার্চ ২০২৩ দিনটি কেমন কাটবে তার আভাস রয়েছে। তুলা রাশি থেকে শুরু করে মীন রাশি পর্যন্ত হোলির উৎসবের মরশুমে আজকের দিনটি কেমন কাটবে, তার দিকে কৌতূহল তো রয়েইছে। একনজরে দেখা যাক, তুলা থেকে মীন রাশির মধ্যে কোন কোন রাশির জীবনে আজ রয়েছে সৌভাগ্য।
2/7তুলা- আজকের দিনটি সম্মান অর্জনের পক্ষে খুবই শুভ। পারিবারিক নানান সম্পর্ক আগের থেকেও মজবুত হবে। আপনার প্রভাব আগের থেকেও পোক্ত হবে সমাজে। আপনাকে বিতর্কে জড়ানো এড়াতে হতে পারে অকারমে। কোনও বহিরাগতকে দ্রুত বিশ্বাস করা উচিত নয়। অন্যথায় আপনার কিছু ক্ষতি হতে পারে। কিছু উদ্ভাবনী কাজে যোগ দেওয়ার সুযোগ পাবেন। খরচায় লাগাম দিন।
3/7বৃশ্চিক- অর্থ সম্পত্তিতে আপনার বৃদ্ধি হবে। ঘর পরিবারে আপনি সকলকে সঙ্গে নিয়ে চলতে পারবেন। আজ যদি আপনার গুরুত্বপূর্ণ কাজ থাকে, তাহলে তাত সাফল্যের সম্ভাবনা রয়েছে। আপনি মাতৃপক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। আপনি যদি প্রত্যাশার চেয়ে বেশি অর্থ পান তবে আপনার খুশির সীমা থাকবে না। আজ অর্থ আশার থেকেও বেশি আসতে পারে হাতে।
4/7ধনু- ভাগ্যের থেকে আজ বেশি কিছু আশা করতে পারেন। আজকের দিনটি আপনার জন্য খুব ভালো কাটতে পারে। পৈতৃক সম্পত্তি থেকে আপনি আজ সামান্য লাভ পেতে পারেন। কোনও সম্পত্তি সংক্রান্ত মামলা থেকে আজ রেহাই পেতে পারেন। আপনার যোগ্যতা অনুযায়ী কাজ পেলে আপনার খুশির সীমা থাকবে না। আজ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে। কোনও বড় সাফল্য পেলে আপনার মন খুশি হবে। যাঁরা চাকরি খুঁজছেন তারা আরও ভালো সুযোগ পেতে পারেন।
5/7মকর- স্বাস্থ্যের প্রতি আজ মনোযোগ দেওয়ার সময়। কোনও কাজই হঠকারিতায় করতে যাবেন না। তাতে বিপদ বাড়তে পারে। কিছু কিছু বিষয় এড়িয়ে চলুন, তাতে আপনারই লাভ। আপনার জীবনযাত্রারও উন্নতি হবে। যদি আপনার বন্ধুরা আপনাকে বেড়াতে নিয়ে যেতে চান, তবে সাবধানে ভেবে সিদ্ধান্ত নিন। অচেনা কারোর সঙ্গে দেখা হয়ে যেতে পারে আজ। যাঁদের সাথে আপনাকে সতর্ক থাকতে হবে।
6/7কুম্ভ- দাম্পত্য জীবন আজ সুখময় হতে পারে। আজ যাঁরা কর্মযোগী মানুষ, তাঁদের জন্য খুবই শুভ দিন। যাঁরা ব্যবসা করছেন তাঁদের প্রচেষ্টা সফল হবে। তাঁদের সময়মতো প্রয়োজনীয় কাজ করতে হবে। আপনি যদি ব্যবসার জন্য কিছু পরিকল্পনা করেন তবে আপনি সেগুলি থেকে ভাল লাভ পেতে পারেন। পরিবারের সদস্যদের কাছ থেকে কিছু ভাল খবর শুনতে পেতে পারেন আজ।
7/7মীন- অনেক পরিশ্রমের পর আজ কিছু বিশেষ অর্জন করতে পারেন। আপনি কারোর সহযোগিতায় সাহচর্য প্রভূত উন্নতি করতে পারেন। আপনার যে কোনও সরকারি কাজে খুব যত্নবান হওয়া উচিত। যাঁরা ব্যবসা করছেন তাঁদের জন্য আজকের দিনটি শুভ হবে। কারণ তাঁরা আয়ের দিক থেকে ভাল লাভ পেতে চলেছেন। তাঁদের সুখের কোন জায়গা থাকবে না। আপনার পুরানো কিছু রোগ পুনরুত্থিত হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে যত্নবান হোন।(এই প্রতিবেদনের তথ্য মান্যতাধর্মী। এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা।)