বাংলা নিউজ > ভাগ্যলিপি > Daily horoscope of 1 June 2023: লক্ষ্মীবারে ১ জুন কেমন কাটবে মেষ থেকে কন্যার? জানুন আজকের রাশিফল

Daily horoscope of 1 June 2023: লক্ষ্মীবারে ১ জুন কেমন কাটবে মেষ থেকে কন্যার? জানুন আজকের রাশিফল

জেনে নিন, আজকের রাশিফল।

কোন কোন রাশির ভাগ্যে মাসের প্রথম দিনেই রয়েছে সৌভাগ্যের ছোঁয়া জেনে নেওয়া যাক রাশি চক্রের প্রথম ৬ রাশি মেষ থেকে কন্যার ভাগ্যফলে।

লক্ষ্মীবারে শুরু হচ্ছে জুন মাস। ১ জুন বৃহস্পতিবার ২০২৩ সালের রাশিফলে কোন কোন রাশির ভাগ্যে কী রয়েছে তা জানতে নজরে রাখতে হবে জ্যোতিষ গণনা। কোন কোন রাশির ভাগ্যে মাসের প্রথম দিনেই রয়েছে সৌভাগ্যের ছোঁয়া জেনে নেওয়া যাক রাশি চক্রের প্রথম ৬ রাশি মেষ থেকে কন্যার ভাগ্যফলে।

মেষ- আজকের দিনটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূল থাকতে চলেছে। যেকোনও কাজে পাবেন সাফল্য। যেকোনও কাজে পাবেন উন্নতি। কোনও নতুন কাজ শুরু করতে পারেন এই সময়। অংশিদারির কাজের দিকে ঝুঁকবেন না। কোনও ব্যক্তির সঙঅগে অনেকদিন পরে দেখা হয়ে সময় ভালো কাটবে।

বৃষ- মোটামুটি কাটবে আজকের দিনটি। মাসের প্রথমেই নতুন নতুন বন্ধুত্ব গড়ে উঠতে পারে অনেকের সঙ্গে। সামাজিকতার মধ্যে দিয়ে কাটবে প্রথম দিন এই মাসের। ব্যবসায় কোনও কন্টাক্ট পেতে পারেন। কোনও শুভ কাজ আজ বাড়িতে হতে পারে। মায়ের স্বাস্থ্যে খেয়াল রাখুন।

 মিথুন- অবিবাহিতদের জন্য বিয়ের যোগ আসতে পারে। কোনও পরিজনের সঙ্গে কথা বলার সময় বুঝে শুনে কথা বলুন। নিজের কাজের বিষয়ে গুরুত্ব দিয়ে ভাবনা চিন্তা করুন। বিদ্যার্থীরা কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। কোনও পরীক্ষা দিলে সাফল্য অবশ্যই পাবেন। কারোর কথায় কান দিয়ে সিদ্ধান্ত নেবেন না।

কর্কট- আপনার জন্য আজকের দিনটি উত্তম লাভের দিন। আপনি পরিবারের সকলের সঙ্গে কোথাও যাত্রায় যেতে পারেন। কোনও জিনিস যা খুঁজে যাচ্ছেন বহুদিন ধরে, তা আজ পেতে পারেন। কোনও কাজের শুভ সূচনা হতে পারে আজ। কোনও লগ্নি থেকে পেতে পারেন লাভ। 

সিংহ- আজকের দিনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পারিবারিক জীবন সুখকর হবে। কোনও জিনিসকে ছোট করে দেখবেন না। ভাইবোনদেন সহযোগিতায় কোনও কাজ পূর্ণ হতে পারে। ধন সম্পর্কিত কোনও সমস্যা থাকলে, তাতে আপনার কোনও বন্ধু সাহায্য করতে পারে। সম্পত্তি সম্পর্কিত বিবাদে কিছু সমস্যা হতে পারে।

কন্যা- আজকের দিনটি আপনার জন্য বেশ উন্নতি নিয়ে আসবে। কর্মক্ষেত্রে আপনার পদ প্রতিষ্ঠা হতে পারে। ব্যবসার দিক থেকে রয়েছে উন্নতি। জীবনসঙ্গীর কেরিয়ারে হবে উন্নতি। ব্যবসায় কাজের সূত্রে কোথাও যেতে হতে পারে। কাউকে অযাচিতভাবে জ্ঞান দিতে যাবেন না, হিতে বিপরীত হবে। সাবধানে চলতে হবে। 

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন