Daily Horoscope of 10th January 2023: আজ ১০ জানুয়ারি (মঙ্গলবার)। জ্যোতিষশাস্ত্রে মঙ্গলবার হনুমানজি'র দিন হিসেবে বিবেচিত হয়ে থাকে। সেইমতো আজ ১২ টি রাশির জাতকদের (মেষ রাশি থেকে মীন রাশি) সময় কেমন কাটবে, তা দেখে নিন এখানে -
1/13কোনও ব্যক্তির প্রতিটি দিন কেমন কাটে, তা নির্ভর করে জ্যোতিষশাস্ত্রের উপর। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, নিয়মিত বিভিন্ন গ্রহ-নক্ষত্রের অবস্থান পরিবর্তন হয়। সেই অবস্থান পরিবর্তনের ফলে সব রাশির জাতকদের উপর প্রভাব পড়ে। কোনও কোনও রাশির জাতকদের কোনও কোনও দিন অনুকূল হয়, কখনও কখনও আবার সময় ততটাও ভালো কাটে না।
2/13মেষ রাশি- মানসিক শান্তি থাকবে। পারিবারিক জীবন সুখকর হবে। বন্ধুর সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আত্মবিশ্বাস বাড়বে। পরিবারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে। শিক্ষা সংক্রান্ত কাজে শুভ ফল মিলবে। ব্যবসার ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে পারেন। অকারণে ঝগড়া করবেন না।
3/13বৃষ রাশি- স্বাস্থ্যের উন্নতি হবে। ধর্মীয় যাত্রায় যাওয়ার পরিকল্পনা করতে পারেন। কথাবার্তার ক্ষেত্রে সংযত থাকতে হবে। চাকরিতে উন্নতি হতে পারে। কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতি থাকবে। আচমকা বৃষ রাশির জাতকদের কোনও অজ্ঞাত ভয় ঘিরে ধরবে।
4/13মিথুন রাশি- বাড়ির কোনও বয়স্ক মহিলার থেকে অর্থপ্রাপ্তির প্রবল যোগ আছে। পরিবারের সহযোগিতা লাভ করবেন। কথাবার্তায় মাধুর্য আসবে। আত্মবিশ্বাসের অভাব হবে। ধর্মীয় সংগীতের প্রতি আগ্রহ বাড়বে। মন অশান্ত থাকবে। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে।
5/13কর্কট রাশি- কোনও বিষয় নিয়ে মায়ের সঙ্গে মতবিরোধ হতে পারে। তবে দিনের শেষে মানসিক প্রশান্তি থাকবে। আত্মবিশ্বাসের অভাব হবে। পরিবারের সঙ্গে কোনও ধর্মীয় যাত্রায় যাওয়ার পরিকল্পনা করবেন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। চাকরিতে উন্নতি হবে। কর্মক্ষেত্রে অধিক পরিশ্রম করতে হবে কর্কট রাশির জাতকদের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
6/13সিংহ রাশি- কলা ও সংগীতের প্রতি আগ্রহ বাড়বে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য মিলবে। কোনও অজ্ঞাত ভয় ঘিরে ধরবে। ব্যবসার জন্য বিদেশযাত্রার যোগ তৈরি হবে। চাকরিতে উচ্চপদস্থ আধিকারিকদের সহযোগিতা মিলবে। উন্নতির পথ প্রশস্ত হবে। পরিবারের থেকে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা হতে পারে। আয়ের নয়া উৎস তৈরি হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
7/13কন্যা রাশি- বন্ধুর সহযোগিতা মিলবে। কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতি তৈরি হবে। মন অশান্ত থাকবে। চাকরিতে কর্মক্ষেত্রে পরিবর্তন হতে পারে। অধিক পরিশ্রম করতে হবে। শিক্ষা সংক্রান্ত কাজে সাফল্য মিলবে। খরচ বাড়বে। আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। তবে চাকরিতে সিনিয়রদের সঙ্গে মতপার্থক্য তৈরি হতে পারে। তাই সতর্ক থাকতে হবে।
8/13তুলা রাশি- পারিবারিক জীবনে সমস্যা তৈরি হতে পারে। অতিরিক্ত উৎসাহ দেখাবেন না। জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া-মনমালিন্য হতে পারে। চাকরিতে উন্নতির পথ প্রশস্ত হবে। আয় বাড়বে। কোনও সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন। মেজাজ খিটখিটে থাকবে। ব্যবসার বহর বাড়বে। কোনও বন্ধুর সহযোগিতা মিলবে।
9/13বৃশ্চিক রাশি- শিক্ষা সংক্রান্ত কাজে সাফল্য লাভ করবেন। লাভের সুযোগ মিলবে। আয় বাড়বে। মন প্রসন্ন থাকবে। ধৈর্য বাড়বে। বাবার স্বাস্থ্যের উন্নতি হবে। পরিবারে সুখ-সমৃদ্ধি বিরাজ করবে। ব্যবসায় মুনাফা বাড়বে। আত্মসংযমী থাকতে হবে। বেশি রেগে যেতে পারেন। মিষ্টি খাবারের প্রতি আগ্রহ বাড়তে পারে।
10/13ধনু রাশি- বাবার সঙ্গে মতভেদ তৈরি হতে পারে। যাত্রা লাভপ্রদ হবে। বাড়িতে ধর্মীয় কাজ হতে পারে। পড়াশোনায় আগ্রহ থাকবে। নেতিবাচক চিন্তাধারা মনে প্রভাব ফেলবে। কথাবার্তার ক্ষেত্রে সংযত থাকতে হবে। ব্যবসার বহর বাড়বে। বিদেশে যাওয়ার যোগ তৈরি হবে।
11/13মকর রাশি- বেশি রেগে যাবেন না। পারিবারিক জীবন সুখকর হবে। সংযত থাকতে হবে। পরিবারের সকলের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারেন। খরচ বাড়বে। খাবারের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা আছে।
12/13কুম্ভ রাশি- ধর্মের প্রতি শ্রদ্ধা বাড়বে। বন্ধুর প্রতি সহযোগিতা বাড়বে। লেখালিখি ও গবেষণা থেকে অর্থ উপার্জন হতে পারে। মন অশান্ত থাকতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। খরচ বাড়তে পারে কুম্ভ রাশির জাতকদের। পরিশ্রম বাড়বে। কথাবার্তায় কঠোরতা থাকবে। ধৈর্য কমে যাবে। অকারণে রেগে যাবেন না।
13/13মীন রাশি- স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। আত্মসংযমী থাকতে হবে। অকারণে রেগে যাবেন না। শিক্ষা সংক্রান্ত কাজে মন বসবে। তবে সচেতন থাকতে হবে। জীবনে কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে। পৈতৃক সম্পত্তি থেকে আয় হতে পারে। পারিবারিক জীবন সুখকর হবে।