Dainik Rashifal 11 February 2023: মেষ থেকে কন্যা রাশির ভাগ্যে আজকের দিনে কী লেখা রয়েছে? তার আভাস দিচ্ছে দৈনিক রাশিফল। আজকের রাশিফলে জেনে নিন কেমন কাটতে চলেছে আজ ব্যবসা থেকে চাকরির ভাগ্য, অর্থ থেকে শিক্ষায় কী কী প্রাপ্তি রয়েছে জানুন।
1/7জ্যোতিষশাস্ত্র মতে দৈনিক রাশিফলের হাত ধরে উঠে আসে একটি দিনে ১২ রাশির জন্য কিছু আভাস। শনিবার ১১ ফেব্রুয়ারি দিনটি কেমন কাটতে চলেছে, তা নিয়ে আজকের রাশিফল কী বলছে দেখা যাক। মেষ থেকে কন্যা, এই ৬ রাশির জাতক জাতিকাদের ভাগ্য অর্থ,স্বাস্থ্য, প্রেম, শিক্ষা নিয়ে কী কী বার্তা রয়েছে দেখে নেওয়া যাক।
2/7মেষ- আজকের দিনটি অন্যের জন্য অতিবাহিত করেই কেটে যাবে। নিজের থেকে অন্যের কাজে মন দিতে সময় বেশি যাবে। সময় থাকতে সম্পন্ন করুন, আপনার কার্যক্ষেত্রের কিছু কাজকে। উন্নতির শিখরে ওঠার রাস্তায় শত্রুরা আজ বাধা দেবেন বলে বসে থাকবেন। তাঁদের সরিয়ে নিজেকে জেনে নিতে হবে বিজয়ের রাস্তা। আজ কোনও পুরনো ঋণ শোধ হবে।
3/7বৃষ- আজকের দিনটি আপনার জন্য সুখের বার্তা নিয়ে আসবে। সন্তানের দিক থেকে পাবেন ভলো খবর। স্বাস্থ্যের সমস্যা কেটে যাবে খুব শিগগির। কোনও অতিথির আগমনে আজকের দিনটি খুবই ভালো কাটবে। বাড়ির পরিবেশে হইহই লেগে থাকবে। কোনও পুরনো ভুল শুধরে নেওয়ার সময় আজ। খরচা বাড়তে থাকলে তাতে লাগাম দিন।
4/7মিথুন- আজকের দিনটি আপনার জন্য উন্নতি বয়ে আনবে। নতুন সম্পত্তির প্রাপ্তি হবে। কর্মস্থলে বস আপনার কাজে খুশি হবেন। কাজের চাপ বাড়লে আপনারই লাভ কর্মস্থলে। আপনি সারা দিনই কাজে ব্যস্ত থাকবেন। পরিবারে সকলের জন্য সময় বের করতে হবে আপনাকে। গাড়ি চালাতে গিয়ে সাবধানে চলুন। বিপদ ঘনিয়ে আসতে পারে।
5/7কর্কট- আজকে হাতে আকস্মিক টাকা পয়সা পাবেন। আজ আপনার আর্থিক স্থিতি আগের থেকে ভালো হবে। পরিবারের কোনও সদস্যের কেরিয়ার সম্পর্কিত কোনও ভালো সিদ্ধান্ত নিতে পারেন। আজ বাড়বে মান সম্মান। কোনও সিদ্ধান্ত হঠকারিতার বশে নিতে যাবেন না। এরফলে সমস্যা হতে পারে। কোনও পুরনো ভুলের খেসারত দিতে হবে আজ।
6/7সিংহ- ভালো মন্দ মিশিয়ে কাটবে আজকের দিন। নিজের খাওয়া দাওয়ার দিকে নজর দিন। কোনও আটকে থাকা কাজ আজ সম্পন্ন হতে পারে। অনেক কাজের চাপ আজ আপনার মাথায় থাকবে। তারফলে যারফলে ক্লান্তি অনুভব করতে পারেন আপনি। আজ স্পর্ধার দিক থেকেও আপনি এগিয়ে যেতে পারেন।
7/7কন্যা- আজকের দিনটি আপনাদের জন্য খুবই ভালো কাটতে চলেছে। কোনও কিছু রচনাধর্মী কাজে আপনার খুবই মন লেগে থাকবে। পরিবারের কোনও ঝগড়াকে হালকাভাবে নেবেন না। এতে বিপদে পড়তে পারেন। কাউকে টাকা ধার দিয়ে থাকলে তা ফেরত পেয়ে যেতে পারেন। কাজের দিক থেকে কোনও জায়গায় রাগারাগি করবেন না। (এই প্রতিবেদনের তথ্য মান্যতাধর্মী, এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা)