Daily horoscope of 18 February 2023: শনিবার ১৮ ফেব্রুয়ারি ২০২৩ -এ পড়ছে শিবরাত্রি। আর এমন পূণ্যদিনে তুলা থেকে মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে কারা সৌভাগ্যের মুখমুখি হবেন, জেনে নিন আজকের রাশিফলে।
1/7শিবরাত্রি ২০২৩ এর দিনের জ্যোতিষ গণনা অনুসারে রাশিফলে ১২ রাশির ভাগ্যে কিছু না কিছু লেখা রয়েছে। দেখে নেওয়া যাক, ১৮ ফেব্রুয়ারি তুলা থেকে মীন এই ৬ রাশির ভাগ্যে আজকের রাশিফলে কী রয়েছে। স্বাস্থ্য থেকে শিক্ষা, কেরিয়ার থেকে প্রেম সমস্ত দিক থেকেই কোন কোন রাশির জাতক জাতিকারা আজ দেবাদিদেব মহাদেবের কৃপা পেতে চলেছেন দেখা যাক।
2/7তুলা- আজ বিভিন্ন রকমের উৎসাহব্যঞ্জক কাজ পাবেন। আজ যেকোনও কাজে আপনি চনমনে থাকবেন। ভিতরের সমস্ত রকমের শক্তি ঢেলে আজ কাজে নামবেন আপনি। কোনও আটকে থাকা কাজও আজ গতিতে হতে শুরু করবে। নতুন জমি,সম্পত্তি, বাড়ি, গাড়ি কিনতে পারেন আজ। সাংসারিক সুখ আজ পেতে পারেন। মা বাবার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে আজকে। কোনও উদাসীন পথে হাঁটলে হবে না।
3/7বৃশ্চিক- আজকের দিনটি আপনার জন্য সাহস ও পরাক্রমে বৃদ্ধিকে আরও বেশি করে তুলে ধরবে। কারোর সহযোগিতা ও সান্নিধ্যে আরও উন্নতি করবেন আপনি। কারোর সাহায্যার্থে কোনও কাজ করলে ভুল বোঝাবুঝি হতে পারে। অন্য কেউ ভাবতে পারেন, এটি আপনি আপনার স্বার্থের জন্য করছেন। মনের ইচ্ছা পূরণে কোনও ধার্মিক যাত্রায় যেতে পারেন। কোনও সুখবর আজই পেতে পারেন।
4/7ধনু- মান সম্মানে ভরা থাকবে আজকের দিনটি। ভালোভাবে সকলের সঙ্গে কথা বলুন। এতে লাভ হবে আপনার। আপনি আপনার কথা দিয়েই সকলের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করতে পারবেন। ধন সম্পত্তিতে আজ আপনার বাড়বাড়ন্ত কে রোখে! পরিবারকে আনন্দ দিতে পারে, এমন কোনও খবর আপনি দিতে পারেন আজ। বিভিন্ন সামাজিক কাজে আপনি আজ অংশ নিতে পারেন।
5/7মকর- আজকের দিনটি আপনার বৈবাহিক জীবনে দারুন শান্তি আনতে চলেছে। আনন্দ সারাদিন ধরে আপনার ছায়া সঙ্গী আজ। তবে তার জেরে কোনও কাজে উদাসীন হয়ে পড়বেন না। কোনও বিনিয়োগমূলক কাজে আজ অংশ নিতে পারেন। এতে সুবিধা হবে আপনার। যে কাজে হাত দেবেন, তার দায়িত্ব নিয়ে তাতে হাত দিন। স্বাস্থ্যের ক্ষেত্রে ঘটে চলা সমস্যাগুলিকে এড়িয়ে যাবেন না।
6/7কুম্ভ- শিবরাত্রির দিনটি আপনার জন্য ভালো মন্দয় মিশিয়ে কাটবে। কোনও আইন সম্পর্কিত মামলায় আপনি পাবেন জয়। পারিবারিক সম্পর্কে আজ কোনও আনন্দের জোয়ার বয়ে যেতে পারে। শারীরিক দিক থেকে কোনও কষ্টকর পরিস্থিতিতে থাকতে পারেন। কোনও সিদ্ধান্ত তাড়াহুড়োর মাথায় নেবেন না। নিজের শিক্ষা ক্ষেত্রগত কোনও সমস্যা নিয়ে আলোচনা করুন বন্ধুদের সঙ্গে।
7/7মীন- ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি বাকি দিনের থেকে ভালো কাটবে। ব্যবসায়ে আটকে থাকা ডিল ফাইনাল হতে পারে। আজ ভালো মুনাফা আসার সম্ভাবনা রয়েছে। সন্তানের কেরিয়ান নিয়ে চিন্তা হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। যেকোনও কাজ আপনার এরফলে সহজে পূর্ণ হতে পারে। কারোর ওপর টাকার ব্যপারে ভরসা করবেন না। (এই তথ্য মান্যতাধর্মী। এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা।)