Dainik Rashifal 3 January 2023: ৩ জানুয়ারি ২০২৩ সালের রাশিফলে একাধিক রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলতে চলেছে বলে দেখা যাচ্ছে। এমনই আভাস দিয়েছে বৈদিক জ্যোতিষশাস্ত্র। একনজরে দেখে নেওয়া যাক, মেষ থেকে মীনের দৈনিক রাশিফল।
1/13 বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে দৈনিক রাশিফল আভাস দেয় সেই দিনটি কেমন কাটবে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের। সেই অনুসারে, ৩ জানুয়ারি ২০২৩ সালে অর্থ, স্বাস্থ্য, প্রেম, সমেত বিভিন্ন দিক থেকে মঙ্গলবার দিনটি কেমন কাটবে, তা নিয়ে জ্যোতিষ গণনা দিচ্ছে কিছু পূর্বাভাস। মেষ থেকে মীন ১২ টি রাশির ভাগ্যফলে কী কী রয়েছে দেখে নেওয়া যাক।
2/13মেষ- আজদের দিনটি নিরাশায় ভরা থাকবে। গৃহস্থ জীবনে শুরু হয়ে যাবে ঝামেলা। লেগে থাকবে অশান্তি। দাম্পত্যে সঙ্গীর সঙ্গে বুঝে শুনে কথা বলুন। নয়তো সমস্যা বিস্তর ফারাকের দিকে গড়াবে। পারিবারিক সম্পর্কে মাধুর্য ফিরবে। চাকরি প্রার্থীরা পাবেন সুখবর। ফিরবে অর্থভাগ্যের উন্নতি। ব্যবসায় কাউকে সঙ্গী বানানোর আগে খোঁজ নিন তাঁর সম্পর্কে।
3/13বৃষ- আজকের দিনটির পরিবেশ আগের থেকে ভালো থাকবে। কোনও বিষয়ে সমঝোতা করতে হলে তা বুঝে শুনে করতে হবে। বন্ধুর সংখ্যা বাড়তে থাকবে। কারোর উপর চোখ বুজে ভরসা করতে পারবেন না। যাকে বিশ্বাস করবেন তিনিই আপনাকে বিপদে ফেলতে পারেন। কর্মক্ষেত্রে পাবেন ভালো ফল। কর্মক্ষেত্রে আপনার ভালো ভাবনা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। কোনও পরিকল্পনা থাকলে যাচাই করে নিন।
4/13মিথুন-আজকের দিনটি কাটবে ভালয় মন্দয় মিশিয়ে। কর্মক্ষেত্রে নতুন কিছু করার চেষ্টা করবেন। ব্যবসায় কোনও বড় সংস্থায় বিনিয়োগ করতে পারেন। কোনও থেমে থাকা কাজ নিয়ে চিন্তা হলে আজ তা পূরণ হবে। সন্তানের কেরিয়ার নিয়ে প্রবল চিন্তায় পড়ে যেতে হবে। চোখের সমস্যায় আজ ভুগতে হতে পারে। চিকিৎসকের পরামর্শ নিন।
5/13কর্কট-ব্য়বসায়ীদের জন্য ভালো কাচবে আজকের দিনটি। ব্যবসা সম্পর্কিত কয়েকটি সিদ্ধান্ত আজ নিতে পারবেন। খুব সাবধানে নিতে পারবেন সিদ্ধান্ত। কাউকে দেওয়া ঋণ আজ পাবেননা ফেরত। এই টাকা নিয়ে চিন্তাতেই আজকের গোটা দিনটি মন খারাপে কাটতে পারে। মনের সমস্যার কথা খুলে কাউকে বলতে পারবেন না। কাউকে কোনও দায়িত্ব দিলে তা সম্পন্ন হবে।
6/13সিংহ-আজ যে কাজই করুন না কেন সাবধান হতে হবে। আশেপাশে হতে চলা কোনও বিবাদে পড়তে যাবেন না। কোনও নতুন গাড়ির কেনাকাটা করলে তা ভালো হবে। মনের সমস্ত ইচ্ছা হবে পূরণ। কিনতে পারবেন গাড়ি বাড়ি। রাজনীতির সঙ্গে জড়িত কোনও কাজ নিয়ে বিপাকে পড়তে পারেন। বহু লেনদেন নিয়ে বিপাকে পড়তে পারেন।(ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
7/13কন্যা-আজের দিনটি আপনার জন্য অত্যন্ত ভালো হবে। ব্য়বসায়ে আপনি পাবেন দারুন লাভ। সন্তানদেরও কোনও কোনও কাজে সাহায্য করতে পারবেন। কোনও পুরনো চোট ফের একবার আপনাকে ভাবাতে পারে। পরিবারের সঙ্গে কোনও একটি সিদ্ধান্ত নিয়ে মতভেদের মধ্যে পড়তে হবে। আজ মা বাবা আপনাকে মনের কোনও কথা খুলে বলতে চাইবেন। আপনাকে ব্যবহার করে কর্মক্ষেত্রে কয়েকজন আপনার থেকে লাভ তুলে নেবে।
8/13তুলা-প্রেমিক প্রেমিকাদের জন্য আজকের দিনটি ভালো কাটবে না। কোনও বিষয় নিয়ে আপনার সঙ্গীর ওপর আপনার সন্দেহ হতে পারে। ঝগড়া লেগেই থাকবে। পরিস্থিতি হাতের বাইরেও যেতে পারে। কর্মক্ষেত্রে অহেতুক কাউকে কিথু বারণ করতে যাবেন না। নয়তো বিপাক আপনার ঘাড়ে এসে পড়বে। কোনও পুরনো বন্ধুর সঙ্গে অনেক দিন পর যোগাযোগ হবে। মিলবে মানসিক শান্তি।
9/13এপ্রিল মাস পর্যন্ত বৃহস্পতি বৃশ্চিক রাশি থেকে পঞ্চম স্থানে থাকবে। এর থেকে জীবনে শুভ ফল লাভের আশা রয়েছে। এর পরে বৃহস্পতি বৃশ্চিকের ষষ্ঠ স্থানে প্রবেশ করবে। বছরের প্রথম চার মাস এই কারণে ভালো কাটলেও পরের সময়টি মিশ্র ফল দেখা দিতে পারে।
10/13ধনু: মনে শান্তি থাকবে, তবে কথাবার্তায় সংযমী থাকুন। ব্যবসা বাড়বে। আপনাকে ভ্রমণও করতে হতে পারে। আপনার স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন। আশা ও হতাশার মিশ্র অনুভূতি মনে থাকবে। পরিবারে ধর্মীয় অনুষ্ঠান হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য সমস্যা হতে পারে। চাকরিতে কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। মিষ্টি খাবারের প্রতি আগ্রহ বাড়তে পারে। বন্ধুদের সঙ্গে দেখা হবে।
11/13মকর রাশির ব্যবসায়ীদের জন্যও এই বছরটি বেশ শুভ। এই সময় পুরোনো বছরের মন্দা অনেকটাই মিটে যাবে। বছরের মাঝামাঝি লাভের পরিমাণ বাড়বে। ব্যবসার উন্নতির জন্য নতুন কিছু চুক্তিতে সই করতে হতে পারে। এতে ব্যবসারও বৃদ্ধি হবে।
12/13কুম্ভ-আজকের দিনটি আপনার জন্য মিলিয়ে মিশিয়ে কাটবে। কোনও নতুন কাজ করতে হলে বাড়ির বয়জ্যেষ্ঠদের সঙ্গে অবশ্যই কথা বলুন। বন্ধুদের সঙ্গে পার্টি করার পরিকল্পনা থাকলে তা আজ সম্পন্ন হতে পারে। সামাজিক ক্ষেত্রের সঙ্গে জড়িতরা আজ বড় কোনও পদ পেতে পারেন। ব্যবসার উন্নতিতে নিজে থেকে নিন উদ্যোগ। মিটে যাবে সমস্যা।
13/13মীন-আজকের দিনটি বিদ্যার্থীদের জন্য খুবই ভালো হতে চলেছে। শিক্ষা সম্পর্কিত কোনও নতুন পদক্ষেপ নিতে পারেন আজ। কর্মক্ষেত্রে কিছু নতুন জিনিস শিখতে পারেন আজ। আপনার জ্ঞানের বৃদ্ধি হবে। মা বাবার সমস্ত কথা শুনলেও, তাঁরা কোনও ভুল কাজ করলে আপনি সতর্ক থাকুন। তাঁদের সেই রাস্তা থেকে বিরত করুন। (এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)