৩০ অক্টোবর ২০২২ দিনটি কেমন কাটবে, তা নিয়ে রয়েছে জল... more
৩০ অক্টোবর ২০২২ দিনটি কেমন কাটবে, তা নিয়ে রয়েছে জল্পনা। জগদ্ধাত্রী পুজো ও ছট পুজোর মতো উৎসবের মরশুমে পরিস্থিতি কী হতে পারে, তা জানার কৌতূহল তো রয়েইছে। রবিবারের রাশিফল জেনে নিন চটজলদি।
1/13ছট পুজোর সঙ্গে রয়েছে জগদ্ধাত্রীপুজো। এই মরশুমে এই সপ্তাহান্ত বেশ জমজমাট থাকতে চলেছে। রবিবার ৩০ অক্টোবর কেমন কাটবে তা নিয়ে রয়েছে জল্পনা অনেকেরই। প্রেম, কেরিয়ার, অর্থ, সম্পত্তির দিক থেকে এই সময় কেমন কাটবে দেখে নেওয়া যাক, ৩০ অক্টোবরের রাশিফলে।
2/13মেষ: আজকের দিন আপনার জন্য গুরুত্বপূর্ণ। কিছু কাজ ভাগ্যের ভরসায় ছেড়ে দিতে পারেন। কর্মক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। কর্মক্ষেত্রে কিছু যোজনায় আপনি পিছিয়ে পড়তে পারেন। আধ্যাত্মিক বিষয়ে বাড়বে রুচি। ব্যবসায় কাউকে ভরসা করবেন না।
3/13বৃষ: আয় ও ব্যায়ে ভারসাম্য রেখে এগিয়ে যেতে হবে। খাওয়া দাওয়ার ইচ্ছায় পরিবর্তন আনা প্রয়োজন। স্বাস্থ্যের সঙ্গে সমঝোতা করবেন না। পেট সম্পর্কিত সমস্যা থাকতে পারে। কর্মক্ষেত্রে ভালো কাজ করতে পারেন। কোনও ঝুঁকি ওঠানোর ব্যাপার থাকলে ব্যবসায় সাবধান হোন। কাজের সঙ্গে সঙ্গে সময়ের দিকেও খেয়াল রাখুন। এতে সমস্যা কমতির দিকে যাবে।
4/13মিথুন: আজকের দিন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নিজের গুরুত্বপূর্ণ সামগ্রীর খেয়াল রাখুন। নয়তো সামগ্রী চুরি হয়ে যেতে পারে। জীবনসঙ্গীর সহযোগিতায় ভালো ফল পেতে পারেন। যদি কেরিয়ার নিয়ে চিন্তায় থাকেন, তাহলে এই সময়ই আপনার জন্য ভালো সময়। চাকরির সঙ্গে পার্টটাইম কিছু কাজের সন্ধানে থাকলে সুখবর পেতে পারেন।
5/13কর্কট: আজকের দিন আপনার জন্য দায়িত্বপূর্ণ হবে। কারোর থেকে অর্থ ঋণ নেবেন না। এতে বিপদে পড়তে পারেন। ব্যবসায় প্রতিকূলতা আসলে তা কাটিয়ে নেওয়ার বন্দোবস্তের রাস্তা জানতে হবে। খরচা নিয়ে সমস্যা হতে পারে। তবে তা থেকে মুক্তির উপায় খুঁজে নিচে হবে। বুঝে শুনে কিছু সিদ্ধান্ত নিন।
6/13সিংহ: কোনও কিছু শেখার ক্ষেত্রে আপনার আগ্রহ দেখে আপনার পরিবারের সকলে খুশি হবেন। সন্তানের তরফে আপনি কোনও সুখবর পেতে পারেন। যাংরা চাকরির চেষ্টা করছেন তাঁরা পেতে পারেন ভালো খবর। সম্পত্তি থেকে কোনও বিবাদে পড়তে পারেন। নিজের বুদ্ধি আর বিবেকের জেরে আজ খুবই নাম করতে পারেন। বড়দের মনে সম্মান তৈরি করতে পারেন। কোনও তৃতীয় ব্যক্তি আপনাদের জীবনে সমস্যা তৈরি করতে পারেন।
7/13কন্যা রাশি: আজ নতুন কোনও গাড়ি কিনতে পারেন আপনি। মা বাবার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। পরাবারিক জীবনে যদি খুব দূরত্ব তৈরি হয়ে যায়, তাহলে তা থেকে মুক্তি পেতে পারেন। বাবা মায়ের কোনও বড়সড় বিপত্তি হতে পারে খেয়াল না রাখলে। অহংকার কাটিয়ে দিন, আপনার আত্মীয়রা আপনার কাছে আসবেন। নিজের দিকে খেয়াল রাখুন। সুখ সমৃদ্ধি বাড়বে। পরিজনরা আপনার প্রতি রেগে যেতে পারেন।
8/13তুলা: কাউকে টাকা ঋষি দিয়ে থাকলে তা পেয়ে যাবেন। আজকের দিন আপনার সাহসে বৃদ্ধি হতে পারে। নিজের বাড়িতে কোনও বদল আনতে পারেন। কিছু জিনিস কিনে নিয়ে আপনি নিজের বিলাসকে আরও বা়িয়ে দিতে পারেন। কোনও সম্পত্তি জনিত মামলা আপনাকে বিপাকে ফেলতে পারে। অতিআবশ্যিক কাজে ভেবে চিন্তা করে এগিয়ে যান। ধার্মিক আয়োজন করতে পারেন। মায়ের দিক থেকে পেতে পারেন সম্মান।
9/13বৃশ্চিক: আজকের দিনটি ভালো মন্দোয় কাটবে। মাঙ্গলিক কোনও কাজ পরিবারের সুখ ও সমৃদ্ধির জন্য করা হবে। আপনি নিজের কাজে খুশি হবেন। পরিজনদের যাতায়াত লেগে থাকবে। আপনি কোনও দামী উপহার পেতে পারেন। কারোর থেকে শুনে কর্মক্ষেত্র নিয়ে সিদ্ধান্ত নেবেন না। বিপদে পড়ে যেতে পারেন। মনের কোনও ইচ্ছাপূরণ নিয়ে ব্যস্ত থাকতে পারেন।
10/13ধনু: কোনও কাজ করে তাড়াতাড়ি এগিয়ে আসতে চাইবেন আপনি। কোনও মতেই আপনাকে আজ কেউ হারাতে পারবে না। আজ অবিবাহিতদের জীবনে সুখবর আসতে পারে। ভালোয় মন্দয় পরিস্থিতি দিনভর আপনাকে চিন্তায় রাখবে। নতুন কোনও কাজ করুন। কিছু কাজ জোর করে করতে হতে পারে। কোনও লেনদেনের মামলা আপনাকে ভাবাতে পারে।
11/13মকর: আজকে সাবধানে চলাফেরা করুন। আপনার সঙ্গে কেই প্রতারণা করতে পারেন। যার ফলে আপনি বড় বিপদে পড়তে পারেন। কোনও কাজ সময়ে না করতে পারলে বিপদে পড়তে পারেন। আপার কর্মস্থলে আপনার নাম খারাপ হতে পারে। কোনও শো অফের দিকে যাবেন না। নিজের কাজ শেষ করে ফেলুন জলদি। পড়ুয়াদের জন্য আজকের দিন সফল হবে।
12/13কুম্ভ: আজকের দিন আপনার জন্য কেরিয়ারের দিক থেকে ভালো। কেরিয়ার নিয়ে চিন্তিত হলে আজই ভালো কোনও খবর পেতে পারেন। ভালো চাকরির ডাক আজই পেতে পারেন। আপনার কোনও বন্ধু আপনার সঙ্গে এই সময়ে ভালোভাবে দেখা করতে পারে। কিছু কাজ সাবধানে করতে হতে পারে। কিছু পরিজনের সঙ্গে দেখা করতে পারেন। কারোর থেকে টাকা ঋণ থাকলে তা পেয়ে যেতে পারেন।
13/13মীন: রাজনৈতিক ক্ষেত্রে যাঁরা রয়েছেন তাঁদের জন্য আজকের দিনটি দারুন ভালো কাটতে পারে। সম্মান পেতে চলেছেন এই রাশির জাতক জাতিকারা। কর্মক্ষেত্রে আজ আধিকরিকদের থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন। যাঁরা কাজ করতে চাইছেন, তাঁরা খুবই ভালো ফল পেতে পারেন আজ। চিন্তা করে ব্যবসার সিদ্ধান্ত নিতে পারেন। (এই তথ্য মান্যতা নির্ভর। নিশ্চিত করে না হিন্দুস্তান টাইমস বাংলা)