Dainik Rashifal 4 February 2023: মেষ রাশি থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের ভাগ্যে ৪ ফেব্রুয়ারি কী রয়েছে দেখে নেওয়া যাক। স্বাস্থ্য থেকে প্রেম, শিক্ষা থেকে অর্থের ভাগ্যে এই রাশির জাতক জাতিকাদের শনিবার দিনটি কেমন কাটবে জেনে নিন।
1/7বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে শনিবার দিনটি ধার্মিক দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ। আর শনিবার ৪ ফেব্রুয়ারি দিনটি সেদিক থেকে বেশ প্রাসঙ্গিক। এমন দিন প্রেম থেকে স্বাস্থ্য, কেরিয়ার থেকে আর্থিক দিক দিয়ে কেমন কাটবে জানুন দৈনিক রাশিফলে। মেষ থেকে কন্যা রাশির ভাগ্য ৪ ফেব্রুয়ারি কেমন কাটবে তা একনজরে দেখে নেওয়া যাক।
2/7মেষ: আজকের দিনটি মিলিয়ে মিশিয়ে কাটবে। যাঁরা চাকরি করছেন তাঁদের জন্য আজকের দিনটি ভালো কাটবে। ব্যবসায়ীরা কোথাও যাত্রা করতে পারেন। স্থআপিত হতে পারে নতুন নতুন সম্পর্ক। জীবনসঙ্গীর সব রকমের সমর্থন পাবেন। কোনও রসিক ব্যক্তির সঙ্গে আজ আলাপ হতে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে আপনাকে একটু চিন্তিত দেখাবে। প্রেম জীবন উপভোগ্য হবে।
3/7বৃষ: আজকের দিনটি আপনাদের জন্য দারুন ভালো কাটবে। কোনও স্বাস্থ্যগত সমস্যা হলে তার জন্য চিকিৎসকের সত্ত্বর পরামর্শ নিন। কেরিয়ারের দিকে যাঁরা ফোকাস রেখেছেন, তাঁদের জন্য আজকের দিনটি ভালো। ব্যবসা যাঁরা করছেন, আজকের দিনটি তাঁদের জন্য ভালো। প্রেমজীবনে খুবই ভালো সময় চলতে শুরু করবে। সন্তানের থেকে কোনও ভালো খবর পেয়ে যাবেন।
4/7মিথুন: ভালোই কাটবে আজকের দিনটি। কেরিয়ারে উন্নতি রয়েছে। কেরিয়ারের কারণে অন্য শহরে যেতে পারেন। আয়ের সুযোগ পেতে পারেন আপনারা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাবেন সাফল্য। প্রেমের দিক থেকে ভালো সময় কাটাতে পারেন আপনারা। চাকরির সঙ্গে সম্পর্কিত কোনও যাত্রায় যেতে পারেন। ব্যবসায়ে উন্নতি হতে পারে। চাকরির প্রস্তাব পেতে পারেন।
5/7কর্কট: শনিবার দিনটি আপনার জন্য দারুন কাটতে চলেছে। ব্যবসায় হতে চলেছে প্রগতি। ব্যবসায় প্রগতি দেখে আপনি খুশি হবেন। যাঁরা কর্মসংস্থান খুঁজছেন, তাঁরা পেতে পারেন সুখবর। প্রেমের ক্ষেত্রে যাঁকে মনের কথা বলতে চাইছেন, তিনি নিজেই হয়তো আপনাকে এসে সেই কথা আপনাকে বলতে পারেন। পড়ুয়াদের ভালো সময় কাটতে চলেছে। মা বাবার সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন।
6/7সিংহ: ভালো মন্দয় মিশিয়ে কাটবে আজকের দিনটি। যদি জমি বাড়ি কেনার ইচ্ছা থাকে, তাহলে তা সফল হতে পারে। নতুন গাড়ি কিনলে তা আজ ঘরে আনতে পারেন। আপনি কোনও মন্দিরে বিশেষ পুজো দিতে পারেন। ভাই বোনের বিয়ে নিয়ে চিন্তায় থাকবেন। মন শান্ত থাকবে।
7/7কন্যা: ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিছু খরচ তরতে হতে পারে আপনাকে। আজকের দিনটি বাকি দিনের থেকে অনেকটাই আলাদা হতে পারে। আয়ের নানান উপায় আজ দেখতে পাবেন। আজকের দিনটি আপনার আর্থিক পরিস্থিতিকে ভালো রাখবে। প্রেমজীবন ভালো কাটতে চলেছে। প্রেমিককে সারপ্রাইজ দিতে চলেছেন আপনি। বুদ্ধি দিয়ে কোনও কাজ করলে তা থেকে পাবেন লাভ। (এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। তার সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা।)