Daily Horoscope of 4 February 2023: বৈদিক জ্যোতিষমতে তুলা থেকে মীন রাশির ভাগ্যে ৪ ফেব্রুয়ারি অর্থ থেকে শিক্ষা, স্বাস্থ্য থেকে প্রেমে কী কী রয়েছে তা দেখে নেওয়া যাক।
1/7তুলা থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ৪ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার দিনটি কেমন কাটতে চলেছে তার আভাস দিয়েছে জ্য়োতিষশাস্ত্র। প্রেম থেকে স্বাস্থ্য, কিম্বা কেরিয়ার থেকে শিক্ষায় শনিবার দিনটি কেমন কাটতে চলেছে তা নিয়ে বিভিন্ন জল্পনা রয়েছে। দেখে নেওয়া যাক, তুলা থেকে কুম্ভ রাশির রাশিফল দেখে নিন।
2/7তুলা: আজকের দিনটি ভালো কাটতে চলেছে। চাকরি যাঁরা করছেন তাঁদের আজকের দিনটিতে একটি বদল আসতে পারে। কর্মস্থলে আপনার পদ উন্নতির দিকে যেতে পারে। আয় আগের থেকে ভালো হবে। রিয়েল এস্টেটের ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই ভালো হতে চলেছে। কর্মসংস্থানের আশায় যাঁরা রয়েছেন, তাঁদের পক্ষে আজকেপারেন। মায়ের সঙ্গ পাবেন আজ।
3/7বৃশ্চিক: আজকের দিন বৃশ্চিক রাশির জাতক জাতিকার জন্য খুবই ভালো কাটতে চলেছে। ব্যবসা করছেন যে জাতক জাতিকারা তাঁদের পক্ষে আজকের দিনটি ভালো কাটতে চলেছে। বিভিন্ন আধিকারিকদের সহযোগিতা পেতে পারেন। আপনার কাছে আজ কোনও চাকরির বিশেষ অফার আসতে পারে। সন্তানের কোনও কাজে গর্ব অনুভব করতে পারেন। আত্মবিশ্বাসে ভরপুর থাকতে পারেন। বিদেশে কোনও কাজ করতে পারেন।
4/7ধনু: ভালোয় মন্দয় মিলিয়ে মিশিয়ে কাটবে ধনু রাশির আজকের দিনটি। ব্যবসায়ীরা আজ আটকে থাকা টাকা পেতে পারেন। কোনও আটকে থাকা কাজ ফের শুরু করতে পারেন। দীর্ঘ দিন ধরে যে টাকা আটকে রয়েছে, তা পেতে পারেন। কোনও দীর্ঘ সময় ধরে চলা আইনি সমস্যা মিটে যেতে পারে এই সময়ে। বাড়ির সাজ সজ্জায় খরচা বাড়তে পারে।
5/7মকর: আজকের দিনটি আপনাদের জন্য খুশিতে ভরা হবে। রাজনীতিতে যাঁরা কেরিয়ার গড়তে চান, তাঁদের পক্ষে আজকের দিনটি ভালো হবে। রিয়েল এস্টেট ব্যবসায় হবে লাভ। আয়ে আগের থেকে বৃদ্ধি হবে। মনে শান্তি বিরাজ করবে। চাকরিরতদের জীবনে আসবে সাফল্য। পড়ুয়ারা এক শহর থেকে দূরের শহরে যেতে পারেন কেরিয়ারের জন্য। আজ পেতে পারেন পৈতৃক সম্পত্তি।
6/7কুম্ভ: যে কাজে হাত দেবেন তা সম্পূর্ণ করে সাফল্য পাবেন। সৌভাগ্য আজ আপনার ছায়া সঙ্গী। সব দিক থেকে কোনও না কোনও সুখবর পেতে পারেন। আপনি আজ আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। প্রেমের সম্পর্ক আগের থেকে আরও একধাপ এগিয়ে যেতে পারে। ব্যবসা সূত্রে কোথাও যেতে পারেন, পেতে পারেন বাড়ি গাড়ির সুখ। শিক্ষা ক্ষেত্রে আসবে অপার সাফল্য। জীবনসঙ্গীর সহযোগিতা প্রতি পদে পাবেন।
7/7মীন: আজকের দিনটি আপনাদের জন্য খুবই ভালো কাটতে চলেছে। ধৈর্য ধরে রেখে যেকোনও উদ্য়োগ নিলে পাবেন সাফল্য। বাবা মায়ের সঙ্গে কথা বলে নিতে পারেন পড়াশোনার বিষয়ে সিদ্ধান্ত। মনের মতো কোনও কাজ আগামীকাল করতে পারেন। যাঁরা সমাজের ভালোর জন্য কাজ করতে পারবেন, তাঁদের আজ ভালো কাটবে দিন। ভাইয়ের বিয়েতে থাকা কোনও ঝুট ঝামেলা থাকলে তা কেটে যেতে পারে। (এই প্রতিবেদনের তথ্য মান্যতাধর্মী। এর সত্যতার দাবি করেনা হিন্দুস্তান টাইমস বাংলা। )