Dainik Rashifal 4 Januaray 2023: বৈদিক জ্য়োতিষশাস্ত্র মতে দৈনিক রাশিফলে ১২ রাশির জাতক জাতিকাদের বুধবার দিনটি কেমন কাটবে, তা নিয়ে রয়েছে আভাস। মেষ থেকে মীন রাশির ভাগ্যে শিক্ষা, স্বাস্থ্য, প্রেম নিয়ে কী রয়েছে দেখে নেওয়া যাক।
1/13বৈদিক জ্যোতিষমতে মেষ থেকে মীন বিভিন্ন রাশির জাতক জাতিকাদের প্রতিটি দিন কেমন কাটবে তা নিয়েই প্রকাশিত হয় দৈনিক রাশিফল। ৪ জানুয়ারি ২০২৩ এ বুধবার এই ১২ রাশির রাশিফলে কী রয়েছে তা নিয়ে জল্পনা অনেকের মনেই আছে। আজকের রাশিফলে দেখে নেওয়া যাক, ১২ রাশির অর্থ, স্বাস্থ্য, প্রেম, কেরিয়ারে কী লেখা রয়েছে।
2/13মেষ- আজ পরোপকারের দিকে আপনি ঝুঁকতে পারেন। সামাজিক দিক থেকে আপনার ভালো নাম হবে। সামাজিক দিক থেকে আপনি সফল হবেন। তবে কিছু ঝামেলা লেগেই থাকবে। যাঁরা সরকারি কর্মী, তাঁদের আজ সম্মান বাড়তে পারে। তাঁদের আনন্দের সীমান থাকবে না। তবে ছাত্রছাত্রীদের জন্য আজ সময় ভালো নয়। ফলে অবসরে বসে না থেকে পড়াশোনার দিকে মন দিন।
3/13বৃষ- ব্যবসায়ীদের আজ খুবই ভালো দিন। ভবিষ্যতের কথা ভেবে কিছু প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। তবে ভেবে চিন্তা করে প্রকল্পে বিনিয়োগ করুন। নয়তো বিপদে পড়ে যেতে পারেন। পড়ুয়ারা যে সমস্যায় ভুগছেন, তা নিয়ে পরিবারের বয়জ্যেষ্ঠ কারোর সঙ্গে কথা বলতে পারেন। আজ বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন। তবে মা বাবার জন্যও সময় বের করুন। কোনও পুরোন ভুল থেকে নিন শিক্ষা। কাউকে ঋণ আজ দিলে তা ফেরত পেতে কষ্ট হবে।
4/13মিথুন- আজকের দিনটি খুব একটা ভালোর দিকে যাবে না। কর্মক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমস্যা নিয়ে খোলাখুলি কথা বলুন। তাতে আপনি স্বস্তি পাবেন। কাজের চাপ বেড়ে যাওয়ার আপনার মেজাজ ভালো থাকবে না। জীবনসঙ্গীর সহযোগিতা আপনার মনকে ভরিয়ে রাখবে। মেজাজ খিচিয়ে থাকবে। নতুন কোনও কাজ করার উদ্যোগ নিতে পারেন।
5/13কর্কট- আজকের দিনটি আপনার জন্য খুবই পরিশ্রমে কাটবে। বেশি লাভ করতে চাইলে পরিশ্রম দ্বিগুণ করতে হবে। ভাইবোনের মধ্যে থাকবে সহযোগিতা। কর্মক্ষেত্রের দিকে কোনও কাজ নিয়ে বেশি টেনশনে থেকে যাবেন। যার প্রভাব আপনার বাকি কাজে পড়তে পারে। পরিজনের থেকে নিন নানান পরামর্শ। এতে পাবেন সুবিধা। সন্তানের দিক থেকেও কোনও ভালো খবর পাবেন।
6/13সিংহ- আজকের দিনটি ভালোয় মন্দয় মিশিয়ে কাটবে। আজ পড়ুয়াদের জন্য বিশেষ দিন। কোনও পরীক্ষা দিয়ে থাকলে , আজ তার ফলাফল বের হবে। যে ফলাফলে আপনি সাফল্য ধরে রাখবেন। কর্মক্ষেত্রে কোনও সমস্যার সমাধান হতে পারে। মা বাবার আশীর্বাদে আপনার কোনও থেমে থাকা কাজ সহজে হতে পারে। একসঙ্গে অনেক কয়টি কাজে আপনার একাগ্রতা বৃদ্ধি পাবে।
7/13কন্যা- ভালো, মন্দ মিশিয়ে আজকের দিনটি মিশ্র রূপে কাটবে। যাঁরা আজ ভাবছেন কোনও বড় বিনিয়োগ করবেন, তাঁদের আজ ভাবনা চিন্তা করে বিনিয়োগ করতে হবে। নতুন কোনও সম্পত্তি কিনতে পারেন আপনি। কোনও বড় ক্ষতি আজ হয়ে যেতে পারে আর্থিক দিকে। সাবধান হতে হবে। অনেক দিন ধরে চাইছিলেন এমন কোনও কাজ সম্পন্ন হতে পারে। কোনও জরুরি কিছু নিয়ে মা বাবার সঙ্গে কথা বলতে পারেন।
8/13তুলা-সমস্যা সঙ্কুল থাকবে আজকের দিনটি। অনেক কাজ আপনার আটকে থাকায় মাথা হবে গরম। মায়ের স্বাস্থ্য নিয়ে ভাবনা চিন্তা ভালোই হবে। মায়ের স্বাস্থ্য়ের দিকে কোন পুরনো রোগ আসতে পারে। মনের কথা কোনও বন্ধুকে বলে হালকা হতে পারেন। আপনার মা কোনও একটি বিষয়ে বিচার করতে গিয়ে আপনার মনে আঘাত দিতে পারেন। যা আপনাকে কষ্ট দিতে পারে।
9/13বৃশ্চিক- স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজ। আগে থেকে কোনও শরীরিক কষ্টে যদি আপনি ভুগে থাকেন, তাহলে আপনাকে সতর্ক হতে হবে। আপনার স্বস্থ্যের উন্নতি হবে। ব্য়বসায়িক দিকে সঠিক বিচার করে এগিয়ে যান। পরিবারে কোনও মতভেদ চলতে থাকলে তা নিয়ে পরিবারের সকলের সঙ্গে আলোচনা করুন। তাতে মিটবে সমস্যা।
10/13ধনু- কোনও ধার্মিক দিক থেকে আজকের দিনটি আপনার কাছে গুরুত্বপূর্ণ। আপনি কোনও কাজ আস্থা ও বিশ্বাস রাখুন। পাবেন উপযুক্ত লাভ। আজ লাভ আয় করার অনেক ধরনের সুযোগ থাকবে। আর সেই সুযোগের সঠিক ব্যবহার করলেই মিলবে উপকার। আপনার কর্মস্থলে সহকর্মীদের সম্পূর্ণ সমর্থন পাবেন। ভাগ্যের ভরসায় কোনও কাজ করলে আজ তা থেকে লাভ পেতে পারেন।
11/13মকর- স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। পরিবারে কোনও সদস্যদের কেরিয়ার সম্পর্কিত ভালো কোনও খবর পেতে পারেন। কোনও বিপরীত পরিস্থিতিতে আপনি রেগে যেতে পারেন। তবে ধৈর্য ধরলে সব কাজ সুষঠুভাবে হবে। তাড়াতাড়ি করে কোনও সিদ্ধান্ত নিতে যাবেন না। একে বিপদ হতে পারে। হাতে সময় নিয়ে কাজ করুন।
12/13কুম্ভ-কোনও অংশিদারির কাজে মন দেবেন না। এতে বাড়তে পারে বিপদ। কোনও গাড়ি বা জমি কিনতে চাইলে তার জন্য ভাইয়ের পরামর্শ নিন। আপনার বাড়িতে চলতে থাকা ঝগড়ার জেরে আপনার বিপদ বাড়তে পারে। দাম্পত্য জীবনে মধুরতা আসবে। কোনও বন্ধু আপনার বাড়িতে নিমন্ত্রণে আজ আসতে পারেন। কোনও সম্পত্তি থেকে পাবেন লাভ। কোনও ঝুঁকি নিয়ে কাজে এগিয়ে যেতে হবে।
13/13মীন- আজকের দিনটি আপনার জন্য খুবই ঝামেলা ঝঞ্ঝাট পূর্ণ হবে। প্রেমজীবন থেকে শুরু করে আজ সমস্তটাই নিরাশাপূর্ণ হবে। আপনার সঙ্গীর ইচ্ছা আপনার থেকে দূরে থাকা, এমনটা দেখে আপনার খারাপ লাগতে পারে। আপনার সঙ্গীর দূরত্ব আপনাকে কষ্ট দেবে। কোনও পুরনো ভুল করবেন না। কারোর সঙ্গে মনের কথা শেয়ার করলে হালকা লাগবে। (এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)