Daily Horoscope of 5th January 2023: আজ ৫ জানুয়ারি (বৃহস্পতিবার)। যে দিন মা লক্ষ্মীর দিন হিসেবে বিবেচিত হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আজ ১২ টি রাশির জাতকদের (মেষ থেকে মীন রাশি) সময় কেমন কাটবে, তা দেখে নিন -
1/13আপনার জীবন কেমন কাটবে, তা জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভর করে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহের অবস্থান, গোচরের উপর নির্ভর করে যে কোন রাশির জাতকদের উপর উপর কেমন প্রভাব পড়বে। কোনও কোনও রাশির জাতকদের সময় শুভ কাটবে, কোনও রাশির জাতকদের সতর্ক থাকতে হবে।
2/13মেষ রাশি- মনে নেতিবাচক প্রভাব থাকবে। কোনও বন্ধুর সঙ্গে অংশীদারিত্বের ব্যবসা করলে সেই ব্যবসার বহর বাড়বে। পরিশ্রম অধিক হবে। দাম্পত্য জীবনে সুখ বাড়বে। কোনও বন্ধুর থেকে ব্যবসার প্রস্তাব পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে ঝামেলা হতে পারে। উন্নতির যোগ তৈরি হবে।
3/13বৃষ রাশি- ধৈর্য কমে যাবে। অতিরিক্ত দায়িত্ব মিলতে পারে। বন্ধুর সহযোগিতা মিলবে। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। মনে অসন্তোষ তৈরি হতে পারে। রেগে থাকতে পারেন। ধর্মের প্রতি আগ্রহ বাড়বে। গবেষণা সংক্রান্ত কাজে আয় বৃদ্ধি পেতে পারে।
4/13মিথুন রাশি- আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। তাও মনে নেতিবাচক প্রভাব থাকবে। সংযত থাকতে হবে। পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যেতে হবে। অতিরিক্ত রেগে যেতে পারেন। ব্যবসার উন্নতি হবে। বেশি পরিশ্রম করতে হবে। মিষ্টি জাতীয় খাবারের প্রতি আগ্রহ বাড়বে।
5/13কর্কট রাশি- মন প্রসন্ন থাকবে। পোশাকের প্রতি আগ্রহ বাড়বে। পারিবারিক জীবন সুখকর হবে। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে কর্কট রাশির জাতকদের। আত্মসংযত থাকতে হবে। ধৈর্য বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি কাজে সাফল্য লাভ করবেন কর্কট রাশির জাতকদের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
6/13সিংহ রাশি- শিক্ষা সংক্রান্ত কাজে ভালো ফল মিলবে। সেদিকে নজর দিতে হবে। মনে শান্তি বিরাজ করবে। আয়ের নয়া উৎস তৈরি হতে পারে সিংহ রাশির জাতকদের। বেশি রেগে যেতে পারেন। ব্যবসার উন্নতি হবে। পরিশ্রম বাড়বে। আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। ধৈর্যের অভাব হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
7/13কন্যা রাশি- মনে নেতিবাচক চিন্তাভাবনা থাকবে। কর্মক্ষেত্রে পরিশ্রম বাড়বে। ধৈর্য বাড়বে। উন্নতির সুযোগ মিলবে। ভাইবোনের মধ্যে ঝামেলা হতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে কন্যা রাশির জাতকদের। পারিবারিক জীবন সুখকর হবে। চাকরির কোনও পরীক্ষার ইন্টারভিউ থাকলে, তাতে সাফল্য লাভ করবেন।
8/13তুলা রাশি- স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। তুলা রাশি- আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। তবে মন অশান্ত থাকতে হবে। চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে পরিবর্তন হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। শিক্ষা সংক্রান্ত কাজে সুখকর ফল মিলবে। আটকে থাকা অর্থ ফেরত পাবেন।
9/13বৃশ্চিক রাশি- মন প্রসন্ন থাকবে। পরিবারে সমস্যা থাকলে তা কেটে যাবে। কোনও বন্ধুর সহযোগিতায় ব্যবসায় লাভবান হবেন। বেশি রেগে যেতে পারেন। চাকরিতে বড় সাফল্য মিলবে। আধিকারিকদের সঙ্গে মতভেদ হতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। আটকে থাকা অর্থ ফেরতে পাবেন বৃশ্চিক রাশির জাতকরা।
10/13ধনু রাশি- নিজের চিন্তাভাবনার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। ব্যবসার কাজে দৌড়ঝাঁপ করতে হবে ধনু রাশির জাতকদের। কোনও পুরনো বন্ধুর সঙ্গে ফের যোগাযোগ হবে। শিক্ষা সংক্রান্ত কাজে বিদেশে যাওয়ার যোগ তৈরি হবে। বাড়িতে কোনও ধর্মীয় কাজের পরিকল্পনা করতে পারেন।
11/13মকর রাশি- মানসিক শান্তি বিরাজ করবে। আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। তবে এই সময় মকর রাশির জাতকদের খরচ বাড়বে। উন্নতি হতে পারে। কোনও বন্ধুর সহযোগিতায় নয়া কাজ শুরু করবেন। ভাইয়ের সহযোগিতা লাভ করবেন। ধৈর্য বজায় রাখতে হবে।
12/13কুম্ভ রাশি- মনে নৈরাশ্য থাকবে। অসন্তোষ থাকবে কুম্ভ রাশির জাতকদের। চাকরিতে বদলির সম্ভাবনা আছে। মান-সম্মান বাড়বে। পরিবারের থেকে দূরে কোথাও যেতে হতে পারে। উন্নতির যোগ মিলবে। মান-সম্মান বৃদ্ধি পাবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। শিক্ষা সংক্রান্ত কাজে সাফল্য মিলবে।
13/13মীন রাশি- পারিবারিক জীবন সুখকর হবে। কোনও বন্ধুর সহযোগিতা লাভ করবেন। আয় বৃদ্ধি পাবে। পরিবারের সহযোগিতা মিলবে। ঝামেলা থেকে মুক্তি মিলতে পারে। কথাবার্তায় মাধুর্য বজায় থাকবে। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে।