সপ্তাহের প্রথম দিন সোমবার কেমন কাটবে তা নিয়ে সকলের মনেই রয়েছে নানান রকমের প্রশ্ন। ১২ রাশির প্রথম ৬ রাশি মেষ থেকে কন্যা পর্যন্ত রাশির আগামীকাল কেমন কাটবে তার জ্যোতিষ গণনা একনজরে দেখে নেওয়া যাক।
মেষ- মন অশান্ত থাকবে। কোনও অজ্ঞাত ভয় আপনাকে বিচলিত করতে পারে। খরচা বাড়বে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। সন্তানের থেকে সুখকর সংবাদ শুনতে পাবেন। আপনি আপনার রুটিন তৈরি করে রাখুন, আপনি ছোট ছোট কাজটিও আজ গুরুত্বপূর্ণ।
বৃষ- আপনার জনপ্রিয়তা এবং অগ্রগতি এবং কর্মক্ষেত্রে আপনি আপনার ভাবনা থেকে কিছু নতুন দিকে নিয়ে যাবে। এই সময় বাড়ি বা কোনও কিছু নির্মাণ করতে পারেন। পারিবারিক জীবনে আসবে সুখ। কথাবার্তা ভালো হবে আগের থেকে। কোনও বন্ধুর সহযোগিতায় উন্নতির যোগ।
মিথুন-অযথা রাগ থেকে নিজেরে রক্ষা করুন। আত্মবিশ্বাস থাকবে কমতির দিকে। পরিবারে শান্তি বজায় থাকবে, কোনও ধার্মিক স্থানে যেতে হতে পারে এই সময়। আপনার প্রতিপক্ষ আপনার উপরে দাপট দেখানোর চেষ্টা করবেন। যদি আপনি কোনও অর্থ থেকে ঋণ নেওয়ার চিন্তা করেন, তাহলে বিপদে পড়তে পারেন।
কর্কট- আসা নিরাশায় কাটবে আজকের দিন। শিক্ষা সম্পর্কীয় কাজে পাবেন অপার সাফল্য। কোনও কাজে কঠিন সমস্যা আসতে পারে। লেখা সম্পর্কীয় কোনও কাজে ইচ্ছা বাড়বে। পরিশ্রম বাড়বে, আয় অনেকটাই বেশি থাকবে। মনের ইচ্ছা অনুযায়ী নিজের কেরিয়ারের বিষয়ে সিদ্ধান্ত নিন।
সিংহ-জীবনে চড়াই উতরাই থাকবে। আশা নিরাশার মধ্যেও প্রেমের বিকাশ থেকে নিজের মনকে দূরে রাখবেন না। জানবেন সব অন্ধকারের শেষে থাকে আলো। চাকরিতে পরিবর্তনের যোগ রয়েছে। আত্মসংযম ধরে রাখুন। আপনি কোন বড় বিনিয়োগ করার সুযোগ পেতে পারেন।
কন্যা- মনে একটা চড়াই উতরাই থেকে যাবে। বাবার স্বাস্থ্য আগের থেকে ভালো হবে। কোনও বন্ধুর সহযোগিতায় চাকরির নতুন সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনি আপনার পুরনো পরিকল্পনা যদি শুরু করবেন, তাহলে ভালো পাওয়া যাবে। চাকরিতে কিছু সমস্যা হতে পারে, তবে তা কেটে যাবে। বিনোদনের প্রোগ্রামে আপনার সম্পূর্ণ আগ্রহ থাকবে আজ। দূরে কোথাও যেতে পারেন, যা কাজে লাগবে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup