Daily Horoscope Prediction of 21 February 2023: ২১ ফেব্রুয়ারির রাশিফলে কোন কোন রাশি লাকি দেখে নেওয়া যাক রাশিফলের শেষ ৬ টি রাশিতে। তুলা থেকে মীন কোন কোন রাশির ক্ষেত্রে প্রেম, স্বাস্থ্য, শিক্ষায় আজকের দিনটি সফল হবে, দেখে নেওয়া যাক।
1/7২১ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার খুবই ভালো কাটতে চলেছে একাধিক রাশির জাতক জাতিকাদের। উচ্চশিক্ষার ক্ষেত্রে বহু রাশির জাতক জাতিকারা পেতে চলেছেন বিশেষ লাভ। চাকরি ক্ষেত্রেও রয়েছে কর্মসংস্থানের খোঁজে থাকা মানুষের জন্য সুখবর। তবে তুলা থেকে মীন রাশির মধ্যে কোন কোন রাশির জীবনে সুখবর আসতে চলেছে দেখা যাক আজকের রাশিফলে।
2/7তুলা- খুব বুঝে শুনে আজকে চলতে হবে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে। আজ চাকরির সন্ধানে থাকা কেউ কেউ কিছু সুখবর শুনতে পাবেন। পরিবারের সদস্যদের সাথে কিছু সময় কাটাবেন। অনেক দিন পর বন্ধুরা আপনার সঙ্গে দেখা করতে আসতে পারেন। জীবনে যদি কোনো বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে, তাহলে তা থেকে মুক্তি পাবেন।
3/7বৃশ্চিক- খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনটি। কোনও নতুন সম্পত্তি পেতে পারেন আপনারা। মন ভালো থাকবে। পরিবারে কোনও পরিস্থিতি নিয়ে যদি ঝগড়া হয়, তাহলে তা থেকে মুক্তি পাওয়ার দিন আজ। কোনও গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সম্পূর্ণ ফোকাস বজায় রাখুন। আপনি যদি কিছু নতুন কাজের প্রতি আগ্রহ দেখান, তবে আপনি অবশ্যই তাতেও সাফল্য পাবেন। কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ হওয়ার কারণে আপনি আজ খুশি হবেন এবং আপনি আপনার সহকর্মীদের সাথে কোনও পুরানো বিষয়ে কথা বলতে পারেন।
4/7ধনু- ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই ভালো। ব্যবসায়ে কোনও চুক্তি নিয়ে কোনও ভালো খবর পেতে পারেন আজকে। প্রেমজীবনে থাকা মানুষজন আজকের দিনটি ভালো অনুভব হতে পারে। সামাজিক সম্পর্কের ক্ষেত্রে যদি কিছু সমস্যা থাকলে আজকে তা কেটে যাবে। আজ আটকে থাকা কাজগুলো সময়মতো শেষ করার জন্য আপনাকে আপনার আলস্য ত্যাগ করতে হবে। এতেই সেগুলো সময়মতো সম্পন্ন করা যাবে। কোনও রকমের ঝুঁকি নেওয়া আজ এড়িয়ে চলা উচিত, নয়তো পরে সমস্যা হতে পারে।
5/7মকর- আজকের দিনটি আপনার জন্য খুব শুভ হতে চলেছে। সন্তানকে আজ কোনও শিক্ষা দিতে গিয়ে আপনার চোখ খুলে যেতে পারে তার সম্পর্কে। আপনি যদি কাউকে প্রতিশ্রুতি দিয়ে থাকেন তবে আপনি অবশ্যই তা পূরণ করবেন। পড়ুয়াদের জন্য নতুন কাজ করা ভালো হবে। আপনি যে কোনও পছন্দসই জিনিস পেতে পারেন এবং আপনি বাড়িতে আপনার পরিবারের সদস্যদের সাথে যে কোনও সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। আপনার বিশ্বাসযোগ্যতা এবং সম্মান বৃদ্ধি পেয়ে খুশি হবেন এবং আপনার মধ্যে ভালবাসা ও সহযোগিতার অনুভূতি থাকবে।
6/7কুম্ভ- দায়িত্ব কতটা নিতে পারেন আপনি, তার পরীক্ষা হতে পারে আজ। কোনও দীর্ঘকালীন যোজনায় আজ কোনও উপকার পেতে পারেন। ব্যক্তিগত বিষয়ে আপনাকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। আজ আপনার কথার মাধুর্য আপনাকে সম্মান দেবে। অন্য কারোর স্বার্থের কথা বলবেন। কিন্তু মানুষ এটাকে আপনার স্বার্থ বলেও ভুল বুঝতে পারেন। আপনি যদি আপনার সন্তানকে দায়িত্ব দেন, তবে সেও তা পূরণ করবে।
7/7মীন- আজকের দিনটি ব্যস্ততাপূর্ণ কাটবে। আপনার খরচা বাড়তেই আপনার চিন্তা বেড়ে যাবে। যাঁরা বিদেশ থেকে আমদানি-রপ্তানি ব্যবসা করছেন তাঁরা কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। এদিকে ময়দানে যত বেশি পরিশ্রম করবেন, তত বেশি সুবিধা পাবেন। তবে আপনার কোনও আত্মীয় আপনার বাড়িতে নিমন্ত্রণের জন্য আসতে পারে। যাঁরা ব্যবসায়ী ক্ষেত্রে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, অন্যথায় সমস্যা হতে পারে। (এই প্রতিবেদনের তথ্য মান্যতাধর্মী। এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা।)