বাংলা নিউজ > ভাগ্যলিপি > Daily horoscope 30 May 2023: শুক্রের গোচরের দিনে কেমন থাকবে মেষ থেকে কন্যার ভাগ্য? জানুন রাশিফলে

Daily horoscope 30 May 2023: শুক্রের গোচরের দিনে কেমন থাকবে মেষ থেকে কন্যার ভাগ্য? জানুন রাশিফলে

জানুন রাশিফল

জ্যোতিষ গণনা অনুযায়ী, শিক্ষা, স্বাস্থ্য, প্রেম থেকে শুরু করে বিভিন্ন দিক থেকে আজকের দিনটি কেমন কাটবে দেখে নেওয়া যাক। রাশিচক্রের প্রথম ৬ রাশি মেষ থেকে কন্যা রাশির ভাগ্যে কী রয়েছে, দেখা যাক।

দৈনিক রাশিফলের হাত ধরে আসন্ন সময় সম্পর্কে আভাস দেয় জ্যোতিষশাস্ত্র। আজ ৩০ মে ২০২৩ এর রাশিফলে জ্যোতিষ গণনা অনুযায়ী, শিক্ষা, স্বাস্থ্য, প্রেম থেকে শুরু করে বিভিন্ন দিক থেকে আজকের দিনটি কেমন কাটবে দেখে নেওয়া যাক। রাশিচক্রের প্রথম ৬ রাশি মেষ থেকে কন্যা রাশির ভাগ্যে কী রয়েছে, দেখা যাক।

মেষ- কোনও অংশিদারির কাজ করলে সাবধান হোন। যে কাজে আজ হাত দেবেন সেই কাদ ধৈর্য ধরে করলে পাবেন সাফল্য। একলা কিছুটা সময় নিজের সঙ্গে কাটান। তাতে লাভ হবে। কোনও দীর্ঘ সময় ধরে চলা কাজ আজ সাফল্য পেতে পারে। পুরনো কোনও ঘটনা থেকে নিন শিক্ষা!

বৃষ-আদ সব কাজে আপনার দাপট পোক্ত থাকবে। মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। কোনও বাড়ি বা দোকান কেনার পরিকল্পনা থাকলে আজ থেকে তা শুরু করতে পারেন। শ্বশুরবাড়ি থেকে সমস্যা এসে আপনাকে জাঁকিয়ে বসবে। চাকরির খোঁজ যাঁরা করছেন, তাঁরা পাবেন সুখবর।

মিথুন- কোনও ব্যক্তি বা সংস্থা থেকে ঋণ নেওয়া হলে আজ তা মিটিয়ে ফেলতে পারবেন। কোনও কাজ হড়বড় করে করতে যাবেন না। চাকরিরতরা মনের মতো কিছু জিনিস পেতে পারেন আজ। মান সম্মান হু হু করে বেড়ে যাবে আজ। মান  সম্মান বাড়বে। তাতে আপনি হবেন খুশি।

কর্কট- রাজনৈতিক ক্ষেত্র থেকে যাঁরা এসেছেন তাঁরা পাবেন বিশেষ সম্মান। কোনও কাজ মিলে মিশে করতে পারেন। কোনও ঝামেলা কারোর সঙ্গে হয়ে থাকলে তা মিটে যাবে সহজে। মায়ের সম্পর্কিত কোনও কাজ না হওয়ায় তিনি আপনার ওপর রেগে থাকতে পারেন। পরিবারে কিছু ঘটনা আপনার খারাপ লাগতে পারে।

সিংহ- অংশিদারিতে কাজ করুন, আপনার পক্ষে শুভ হবে। কাউকে তোখ বুদে ভরসা করতে যাবেন না। এতে দারুন ঠকতে পারেন। কাউকে কোনও প্রতিশ্রুতি দিয়ে থাকলে তা মিলবে না। লেনদেনের বিষয়ে থাকতে হবে সতর্ক। ভাইদের মধ্যে আপনাকে নিয়ে হতে পারে ঝামেলা।

কন্যা- ভালোয় মন্দয় কাটবে আজকে আপনার দিন। সন্তানের দিক থেকে পাবেন সাফল্য। পরিবারের সমস্যা নিয়ে কারোর সঙ্গে কথা বললে মন হালকা হতে পারে। আজ বহু পজিটিভ ভাবনা মনে আসতে পারে। বয়স্ক সদস্যদের মনের ইচ্ছার বিষয়ে পুরো নজর দিন। মন ভালো থাকবে।

 

 

 

 

 

 

বন্ধ করুন