
আজ রাশিফল: জানুন ধনু-মকর-কুম্ভ-মীন রাশির ভাগ্যফল 1 December -এর জন্য
১ মিনিটে পড়ুন . Updated: 01 Dec 2020, 08:27 AM IST- মঙ্গলবার কোন রাশির কী পূর্বাভাস, জানাচ্ছেন জ্যোতিষীরা।
ধনু- অযথার কাজে সময় নষ্ট করবেন না। পড়াশোনায় মন বসবে। লেনদেনে সাবধানতা অবলম্বন করুন। কাজে বিলম্ব করবেন না। কাজে সাফল্যের জন্য অত্যধিক পরিশ্রম করতে হবে। বাচ্চাদের সঙ্গে ঘুরতে যান। বয়স্কদের যত্ন নিন। আত্মবিশ্বাসে ঘাটতি হতে দেবেন না।
মকর- আর্থিক লাভ হতে পারে। লগ্নির পরিকল্পনা করতে পারেন। পরিবারের সঙ্গে মনোমালিন্য হতে পারে। নতুন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে। দিন ভালো কাটবে। ইচ্ছামতো কাজ পুরো হবে। নতুন কাজ শুরু অথবা নতুন পরিকল্পনা কার্যকরী করার জন্য সময় ভালো।
কুম্ভ- জরুরি কাজ পুরো হওয়ার ফলে আনন্দে থাকবেন। অফিসের পরিবেশ ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে। কোনও কাজের জন্য আপনার প্রশংসা হতে পারে। চাকরিজীবীদের জন্য দিন ঠিক-ঠাক।
মীন- ভবিষ্যতের পরিকল্পনার ওপর কাজ করতে পারেন। স্থাবর সম্পত্তিতে লগ্নি করতে পারেন। সঞ্চয় করতে পারবেন। কোনও বিষয়ে বিবাদ হতে পারে। ভেবে-চিন্তে কথা বলুন। পরিবারের কোনও সদস্য সাফল্য লাভ করতে পারে।