
আজ রাশিফল: জানুন ধনু-মকর-কুম্ভ-মীন রাশির ভাগ্যফল 13 February-র জন্য
১ মিনিটে পড়ুন . Updated: 13 Feb 2021, 07:10 AM IST- শনিবার কোন রাশির কী পূর্বাভাস, জানাচ্ছেন জ্যোতিষীরা।
ধনু- আধিকারিকদের বিবাদের ফলে ক্ষতি হতে পারে। ব্যবসায় বাধার কারণে ক্ষুণ্ণ থাকবেন। লৌহ ব্যবসায়ীদের জন্য সময় মধ্যম।
মকর- পরিকল্পিত কাজ সময়ের মধ্যে হবে। কর্মস্থলে অনুকূল পরিবেশ থাকবে। এগিয়ে যাওয়ার জন্য আধিকারিকদের উৎসাহ অর্জন করবেন। বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন না।
কুম্ভ- আকস্মিক আগত কাজের চাপের কারণে ব্যস্ত থাকবেন। বাড়ি মেরামতির জন্য অর্থ লাভ করবেন। বিবাহযোগ্য জাতকদের জন্য সময় উপযুক্ত। পারিবারিক রীতিনীতি পূর্ণ করতে অর্থ ব্যয় হবে।
মীন- পরিবারে সমস্ত কিছু নিজের ইচ্ছা মতো করবেন না। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিন। সন্তানের ব্যবহারে পারিবারিক পরিবেশ নষ্ট হতে পারে। নতুন কাজ লাভ করার ফলে উৎসাহিত থাকবেন। পড়াশোনায় বাধা দূর হবে।