
আজ রাশিফল: জানুন ধনু-মকর-কুম্ভ-মীন রাশির ভাগ্যফল 15 January-র জন্য
১ মিনিটে পড়ুন . Updated: 15 Jan 2021, 08:58 AM IST- শুক্রবার কোন রাশির কী পূর্বাভাস, জানাচ্ছেন জ্যোতিষীরা।
ধনু- আটকে থাকা কাজে গতি আসবে। একাকীত্ব অনুভব করবেন। কোনও মামলার শুনানি আপনার পক্ষে আসবে। দাম্পত্য জীবন সুখে কাটবে। সময় অনুকূল।
মকর- কারও উত্তরের অধীর অপেক্ষায় রয়েছেন। চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। প্রযুক্তির ব্যবহারে পড়ুয়ারা সাফল্য অর্জন করবেন। দাঁতে ব্যথা হতে পারে। পরিশ্রম অনুযায়ী ফল লাভ করবেন না।
কুম্ভ- রাজনীতির সঙ্গে জড়িতদের জন্য সময় অনুকূল। আপনার কাজের প্রশংসা হবে। পড়াশোনার জন্য ব্যয় নিতে পারেন। বিবাহযোগ্যদের জন্য এটি উপযুক্ত সময়। ব্যবসার কারণে যাত্রা করে থাকলে, লাভ হবে।
মীন- আয়ের নতুন উৎস স্থাপিত হবে। ভাগ্যের জোরে সাফল্য লাভ করবেন। নতুন শত্রু সামনে আসতে পারে। পারিবারিক ব্যয় বাড়বে। কর্মস্থলে কিছু সহকর্মী আপনার বিরোধিতা করতে পারেন।