
আজ রাশিফল: জানুন ধনু-মকর-কুম্ভ-মীন রাশির ভাগ্যফল 21 July-এর জন্য
১ মিনিটে পড়ুন . Updated: 21 Jul 2020, 07:30 AM IST- মঙ্গলবার কোন রাশির কী পূর্বাভাস, জানাচ্ছেন জ্যোতিষীরা।
ধনু- অযথা কোনও নতুন ব্যয়ের দায়িত্ব নেবেন না, না-হলে সমস্যায় পড়তে পারেন। অনিচ্ছা সত্ত্বেও যাত্রা করতে হলে, তা এড়িয়ে চলুন। গৃহস্থ জীবন সুন্দর ভাবে কাটাবেন, মিষ্টি কথায় জীবনসঙ্গীর মন জয় করেত সক্ষম হবেন। কাজের ক্ষেত্রে দিন খুব একটা ভালো না, পরিশ্রম করতে হবে।
মকর- কাজে সাফল্য পাবেন, তবে তার জন্য অত্যধিক পরিশ্রম করতে হবে। অযথা কারও সঙ্গে ঝগড়ায় জড়াবেন না। বিবাহিত জীবনে হাসি-কান্না লেগে থাকবে। প্রতি মিনিটে জীবনসঙ্গীর মুড বদলাবে।
কুম্ভ- অযথা খরচ এড়িয়ে চলুন, না-হলে আপনার ওপরই চাপ বাড়বে। আয় ঠিক-ঠাক থাকবে। গৃহস্থ জীবনে কোনও নতুনত্ব এদিন থাকবে না। জীবনসঙ্গীকে নিজের মনের কথা জানাতে কুন্ঠা বোধ করবেন না। কাজে ভালো ফল পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
মীন- মানসিক দিক দিয়ে কোনও বিষয়ে জেদ চেপে বসতে পারেন। কাজের ক্ষেত্রে দিন ঠিক-ঠাক থাকবে। নিজের ভাবধারাকে অক্ষুণ্ণ রেখে, কাজ ভালো ভাবে পুরো করতে সফল হবেন। গৃহস্থ জীবন সাধারণ থাকবে। পরিবারে কিছু বাক-বিতণ্ডা হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।