
আজ রাশিফল: জানুন ধনু-মকর-কুম্ভ-মীন রাশির ভাগ্যফল 8 December -এর জন্য
১ মিনিটে পড়ুন . Updated: 08 Dec 2020, 07:36 AM IST- মঙ্গলবার কোন রাশির কী পূর্বাভাস, জানাচ্ছেন জ্যোতিষীরা।
ধনু- কাজ ভালো চলবে। কোনও প্রকল্পের পরিকল্পনা করতে পারেন। ঝুঁকিপূর্ণ কাজ করবেন না। গাড়ি সাবধানে চালান। পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। অযথা ব্যয় করবেন না। স্বাস্থ্য ভালো থাকবে। ভাষায় নিয়ন্ত্রণ রাখুন।
মকর- কোনও আত্মীয়ের তরফে অপ্রিয় সংবাদ পেতে পারেন। পরিবারের সঙ্গে ভিন্ন শহরে যেতে পারেন। কাজের চাপ থাকবে। অফিসে কারও সঙ্গে বিবাদ হতে পারে। বাড়ি কেনার জন্য ব্যয় করতে পারেন। আপাতত ঋণমুক্তি ঘটবে না। স্বাস্থ্যে ওঠানামা থাকবে। বিবাদ এড়িয়ে চলুন।
কুম্ভ- পারিবারিক দায়িত্ব সহজে পুরো হবে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে। আনন্দে দিন কাটবে। ব্যয় বেশি হবে। গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন। বিরোধীদের ওপর নজর রাখুন। দাম্পত্য জীবন আনন্দে কাটবে। সমস্যার সমাধান হওয়ায় মানসিক শান্তি লাভ করবেন।
মীন- আজ আপনার সরল স্বভাব সকলের নজরে পড়বে। আপনার ব্যবহার সকলকে প্রভাবিত করবে। সমস্যা দূর হবে। পরিবারের সঙ্গ পাবেন। অফিসের পরিবেশ আপনার ইচ্ছানুকূল থাকবে। সঞ্চয় প্রকল্পে লগ্নির সুযোগ পেতে পারেন। অধিক কাজের ফলে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। দাম্পত্য জীবন সুখে কাটবে। আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ হবে। যাত্রা বাতিল করুন। যুবক-যুবতিরা সাফল্য লাভ করবেন।