Daily Horoscope Today for Sagittarius-Capricorn-Aquarius-Pisces: কোন রাশির জাতকের কেমন কাটবে আজকের দিনটি? জেনে নিন আজকের রাশিফল।
1/5চার রাশির কেমন কাটবে সরস্বতীর পুজোর দিনটি? দেখে নিন কাদের হাতে এদিনেই আসতে পারে অর্থ? কারা সন্ধান পাবেন জীবনে উন্নতির? রইল রাশিফল।
2/5ধনু: কথাবার্তায় মাধুর্য থাকবে। তারপরও ধৈর্য ধরুন। রাগ এড়িয়ে চলুন। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। ব্যবসায় অসুবিধা হতে পারে। জীবনযাপন হবে বিশৃঙ্খল। আপনি আত্মবিশ্বাসে পূর্ণ হবেন। পরিবারের সঙ্গে কোনও ধর্মীয় স্থানে ভ্রমণ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন। ধৈর্যের অভাব হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক উন্নত হবে। অভিভাবকদের সহযোগিতা থাকবে। ব্যবসায় অগ্রগতি হবে।
3/5মকর: কথাবার্তায় স্নিগ্ধতা থাকবে। লেখালেখি-বুদ্ধিবৃত্তিক কাজে ব্যস্ততা বাড়তে পারে। সম্মান পাবেন। আয় বাড়বে। মনে শান্তি থাকবে। কথোপকথনে ধৈর্য ধরুন। পারিবারিক জীবন সুখের হবে। বন্ধুরা আপনার পাশে থাকবেন। চাকরিতে অসুবিধা হতে পারে। ইচ্ছার বিরুদ্ধে কোনও অতিরিক্ত দায়িত্ব পাওয়া যেতে পারে। অনেক পরিশ্রম হবে। কাজের প্রতি উৎসাহ ও উদ্দীপনা থাকবে। ভাইদের সহযোগিতায় চাকরির সুযোগ পাওয়া যেতে পারে।
4/5কুম্ভ: আত্মবিশ্বাস কমে যেতে পারে। খরচ বেশি হবে। চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে। আয় বাড়বে, তবে স্থান পরিবর্তন হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন। বন্ধুর কাছ থেকে ব্যবসার অফার পেতে পারেন। লাভ বাড়বে। ভ্রমণে যেতে হতে পারে। চাকরিতে কর্মকর্তাদের সঙ্গে মতবিরোধ হতে পারে। ইচ্ছার বিরুদ্ধে কোনও অতিরিক্ত দায়িত্ব পাওয়া যেতে পারে। অনেক পরিশ্রম হবে।
5/5মীন: আজ আপনি যে কাজেই হাত দেবেন না কেন, সেটাই সাফল্যের সঙ্গে শেষ করতে পারবেন। বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার একটা প্ল্যান করতেই পারেন। আজ আপনাকে কোনও বড় সিদ্ধান্ত নিতে পারে। নতুন কোনও সুযোগ আর আপনার সামনে আসবে।