২৭ মার্চের রাশিফলে তুলা থেকে মীন এই ৬ রাশির ভাগ্যে কী রয়েছে দেখে নেওযা যাক। এই রাশিগুলির ভাগ্যে স্বাস্থ্য থেকে প্রেম, তাকরি থেকে ব্যবসা, কিম্বা ঘরোয়া জীবনেও সম্পর্কের টানাপোড়েনে কী কী ঘটতে চলেছে দেখে নেওয়া যাক।
তুলা- ঘনিষ্ঠদের থেকে সবরকমের সহযোগিতা পাবেন। কথা বার্তা আগের থেকে অনেকটাই ভালোর দিকে যাবে। কোনও বিষয় নিয়ে জেদ করবেন না। ধার্মিক কাজে আপনি অনেকটাই অংশ নিতে পারবেন। আগের চেয়ে মানসিক শান্তি অনেকটাই পাবেন।
বৃশ্চিক- আজ আপনি সমস্ত রকমের সুখ সমৃদ্ধি পেতে চলেছেন। ব্যক্তিগত জিক থএকে অনেক ধরনের দিকে রুচি আজ হবে আপনার। আজ আপনার নেতৃত্বের ক্ষমতার পরীক্ষা হবে। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে এমন কোনও কাজ করতে পারবেন। আপনার পরিবারে কোনও সদস্য আজ বিচলিত হতে পারেন আপনাকে নিয়ে।
ধনু- কোনও কাজ তাড়াহুড়ো করে করবেন না। আর্থিক দৃষ্টি থেকে আজকের দিনটি অনেকটাই সুখকর হবে আপনার জন্য। কারোর থেকে ঋণ নিলে তা চোকাতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। কেউ আপনাকে প্রতারণা করে কিছু কেড়ে নিতে পারেন আপনার থেকে।
মকর- বন্ধুদের থেকে সম্পূর্ণ, সহযোগিতা পেতে পারেন আজ। কাজ আজ সবদিক থেকে ভালো হবে। ছাত্রদের পরীক্ষা প্রস্তুতির জন্য কঠোর পরিশ্রম করতে হবে, তাতেই তাদের ভালো ফল মিলবে। কোনও সমস্যায় পড়ে বাড়ির বাইরে যেতে হতে পারে। কর্মক্ষেত্রে অযথা কথা বলবেন না।
কুম্ভ- আজকের দিন আপনাদের জন্য সুখ সুবিধা নিয়ে আসতে চলেছে। বিভিন্ন দিক থেকে আজ সুখের মুখ দেখতে পাবেন। নিজের ব্যক্তিগত বিষয়ে সাবধানতা অবলম্বন করুন। পৈতৃক সম্পত্তিজনিত মামলায় আপনাকে সাবধান থাকতে হবে। গৃহস্থ মানুষরা আজ কোনও বিষয় নিয়ে সামান্য় বিরক্ত হতে পারেন। ( অর্থ, সম্পত্তি উপচে পড়বে! রেবতী নক্ষত্রে বুধ, গুরুর প্রবেশে ৫ রাশির ভাগ্য খুলছে)
মীন-পড়ুয়াদের জন্য আজকের দিনটি ভালো হবে। ভাইবোনের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে। ঘনিষ্ঠদের সমর্থন কোনও একটা কাজে দারুনভাবে পাবেন। সৃষ্টিশীল কারোর সঙ্গে আজ আপনার কথা হতে পারে। সাহসের সঙ্গে সমস্ত কাজে আজ ঝাঁপিয়ে পড়ার দিন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup