বাংলা নিউজ > ভাগ্যলিপি > Dainik rashifal 1 June 2023: বৃহস্পতিবার ১ জুন কেমন কাটবে তুলা থেকে মীনের ভাগ্য? জানুন রাশিফলে

Dainik rashifal 1 June 2023: বৃহস্পতিবার ১ জুন কেমন কাটবে তুলা থেকে মীনের ভাগ্য? জানুন রাশিফলে

জেনে নিন আজকের রাশিফল। 

১ জুনের রাশিফলে কোন কোন রাশির ভাগ্যে আর্থিক লাভ, স্বাস্থ্য, প্রেমের দিকে থেকে উন্নতি রয়েছে দেখা যাক। জানা যাক, তুলা থেকে মীনের ভাগ্য।

বৃহস্পতিবার ১ জুন ২০২৩ এর রাশিফলে উঠে আসছে ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনা। কন্যা থেকে মীন রাশির ভাগ্যে এই সময়কালে কতটা উত্থান বা কতটা লড়াই রয়েছে, তা দেখে নেওয়া যাক। ১ জুনের রাশিফলে কোন কোন রাশির ভাগ্যে আর্থিক লাভ, স্বাস্থ্য, প্রেমের দিকে থেকে উন্নতি রয়েছে দেখা যাক।

তুলা- অবিবাহিতদের বিবাহের যোগ দেখা যেতে পারে। স্বাস্থ্যের দিক থএকে সাবধান হোন। আজ সামান্য বুঝে চলাফরা করুন। কর্মক্ষেত্রে বহু সূত্র থেকে আসতে পারে টাকা। আপনি বাড়িতে কোনও প্রতিশ্রুতি করার থেকে বিরত থাকুন। টাকা এলে সেই বুঝে করুন খরচা। বহু দিক থেকে আসবে ভালো খবর।

বৃশ্চিক- বেশ কিছুটা সমস্যায় জর্জরিত থাকতে চলেছে এই দিনটি। সন্তানের ভবিষ্যতের দিক থেকে কিছু যোজনা আপনাকে সাহায্য করতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মিলে আপনি সন্তানের প্রতিপালন করতে পারেন। বহু দায়িত্ব আপনার কাঁধে থাকবে। ভবিষ্যতের কোনও যোজনা নিয়ে কথা হতে পারে। নিজের দায়িত্বগুলিকে অদেখা করবেন না। সন্তানের পড়াশোনা নিয়ে হোন সতর্ক।

ধনু- আপনার জন্য আজকের দিনটি খুবই ফলদায়ক হবে। শ্বশুরবাড়িকে যদি কোনও টাকা ঋণ দিয়ে থাকেন, তাহলে তা আজ আপনাকে তাঁরা দিয়ে দিতে পারেন। নিজের প্রয়োজনের জিনিসে টাকা ব্যয় করতে পারেন। নিজের কোনও কাজ অন্যের ভরসায় ছাড়বেন না। পরে আপনার সমস্যা হতে পারে। বাড়ি থেকে দূরে আপনার পরিবারের কোনও সদস্য যেতে পারেন।

মকর- আজকের দিনটি আপনার জন্য খুবই পরিশ্রমের দিন হবে। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন।  সমস্যা আসলে তা এড়িয়ে যাবেন না। বন্ধুর থেকে পাবেন সুবিধা। কোনও জরুরি তথ্য ফাঁস করে দেবেন না কোনও বাইরের লোকজনের কাছে। বহু বিরোধী এর ফায়দা নিতে পারে।

কুম্ভ- আজকের দিনের শুরুটা ভালো হবে। বিদেশে গিয়ে ব্যবসায় যাঁরা আগ্রহী তাঁর পাবেন লাভ। কোনও ভালো খবর পেতে পারেন। বিদ্যার্থীরা ভালো শিক্ষার রাস্তায় যেতে পারেন। কোনও অজানা ক্ষেত্রে লগ্নি করবেন না। নয়তো পরে বিপদে পড়তে হতে পারে। 

মীন- আজকের দিনটি ভালোয় মন্দয় মিলিয়ে থাকবে। আপনি ব্যবসায়ে কিছু সাবধানতা অবলম্বন করতে পারেন। পারিবারিক জীবনে থাকা সমস্যা কেটে যেতে পারে। আপনার কাছে অত্যধিক টাকা পয়সা হওয়ার কারণে আপনি অহংকাররের রাস্তায় হাঁটবেন না।   

 

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন