বাংলা নিউজ > ভাগ্যলিপি > Dainik rashifal 14 April 2023: পয়লা বৈশাখের আগের দিনটি কেমন কাটবে? ১৪ এপ্রিলের রাশিফলে জানুন তুলা থেকে মীনের ভাগ্য

Dainik rashifal 14 April 2023: পয়লা বৈশাখের আগের দিনটি কেমন কাটবে? ১৪ এপ্রিলের রাশিফলে জানুন তুলা থেকে মীনের ভাগ্য

১৪ এপ্রিলের রাশিফল একনজরে।

১৪ এপ্রিল দিনটি স্বাস্থ্য থেকে শিক্ষা, প্রেম থেকে কেরিয়ার , ব্যবসা থেকে চাকরির ক্ষেত্রে কেমন কাটবে জেনে নেওয়া যাক। ১২ রাশি চক্রের তুলা থেকে মীন পর্যন্ত ৬ রাশির ভাগ্যে কী রয়েছে দেখে নেওয়া যাক।

বাংলা বছর ১৪২৯ সালের শেষ দিন আজ। ইংরেজি ২০২৩ সালারে ১৪ এপ্রিল দিনটি আজ বাংলা জুড়ে পালিত হচ্ছে চৈত্র সংক্রান্তি হিসাবে। নববর্ষের আগে ১৪ এপ্রিল দিনটি স্বাস্থ্য থেকে শিক্ষা, প্রেম থেকে কেরিয়ার , ব্যবসা থেকে চাকরির ক্ষেত্রে কেমন কাটবে জেনে নেওয়া যাক। ১২ রাশি চক্রের তুলা থেকে মীন পর্যন্ত ৬ রাশির ভাগ্যে কী রয়েছে দেখে নেওয়া যাক।

তুলা- আজকের দিনটি দারুন ভালো কাটবে। ব্যবসায় পাবেন লাভ। চাকরিতে হবে উন্নতি। চাকরি যাঁরা করছেন তাঁরা চাকরিতে পাবেন বহু লাভ। যেকোনও সামাজিক কাজ করতে পারবেন, ব্যবসায় পাবেন সহযোগিতা। সমস্ত আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন করতে পারেন। কোনও নতুন অতিথি আসতে পারে এই সময়।

বৃশ্চিক- কোর্টের কাজে মন দিতে হতে পারে। চাকরিরতদের উন্নতির যোগ দেখা যাচ্ছে। পরিশ্রম বাড়তে থাকবে। কোথাও যদি বিনিয়োগ করতে চান,তাহলে তা করতে পারেন। যাঁদের রোজগার নেই তাঁরা পেতে পারেন রোজগারের যোগ। কোথাও বিনিয়োগ করতে চাইলে এই সময়কাল খুবই ভালো। কোনও ঝগড়া থেকে নিজেকে বাঁচান।

ধনু- চৈত্র সংক্রান্তির দিনটি আপনাদের জন্য খুবই ভালো। কিনতে পারেন কোনও গাড়ি। চাকরিতে যে কাজের বোঝা চাপানো হয়েছে আপনার ওপর, তা থেকে আপনি পেতে পারেন সুখ। নতুন নতুন কিছু লোকজনের সঙ্গে সম্পর্ক তৈরি হবে। যে সম্পর্কগুলি আপনাকে সুখের মুখ দেখাবে।

মকর- কোনও সিনিয়র কর্মক্ষেত্রে আপনার সহায়তা করবেন। পরিবারে আপনার ওপর আসবে একটি দায়িত্ব। কর্মক্ষেত্রে কার্যভার অনেকটাই হবে। আইনি কোনও মামলা নিয়ে জটিলতা দূর হবে। নতুন কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। 

কুম্ভ- খুশিতে ভরে থাকবেন আপনি আজ। কোনও একটা ইচ্ছা পূরণ হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য ভালো হবে। নতুন গাড়ি বাড়ি কিনতে পারেন। কোনও সম্পত্তি কেনা নিয়ে সুখের মুখ দেখতে পারেন। নিজেকে খুবই সতেজ অনুভব করতে থাকবেন আপনি। পরীক্ষায় পাবেন অপার সাফল্য। প্রেম জীবন আগের থেকে ভালো হবে।

মীন- উন্নতির পথে যাত্রা শুরু হবে আজ থেকে। সন্তানের স্বাস্থ্যের দিকে রাখুন নজর। মনের মতো কোনও খাবার খেতে পারেন আজ। অনেকের সঙ্গে আজ দেখা সাক্ষাৎ হতে পারে। জীবনসঙ্গীর ভরপুর সহযোগিতা পাবেন। অবিবাহিতদের কোথাও সম্মন্ধের কথা চলতে পারে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন