বাংলা নিউজ > ভাগ্যলিপি > Dainik Rashifal of 18 May 2023: বৃহস্পতিবার ১৮ মে তুলা থেকে মীনের ভাগ্যে কী আছে? জানুন রাশিফলে

Dainik Rashifal of 18 May 2023: বৃহস্পতিবার ১৮ মে তুলা থেকে মীনের ভাগ্যে কী আছে? জানুন রাশিফলে

আজকের দিনটি কেমন কাটবে? জেনে নিন রাশিফল

আজ ১২ রাশির রাশিফলে কোন কোন রাশি লাভের মুখ দেখতে চলেছে, তার আভাস এসেছে জ্যোতিষ গণনায়। ১২ রাশির মধ্যে তুলা থেকে মীন এই ৬ রাশির ভাগ্যে কী কী রয়েছে তা দেখে নেওয়া যাক।

প্রতিটি দিন নতুন বার্তা নিয়ে আসে। আর তেমনভাবেই ১৮ মে ২০২৩ সালের ঝুলিতে কী রয়েছে, তা নিয়ে রয়েছে অনেকেরই কৌতূহল। আজ ১২ রাশির রাশিফলে কোন কোন রাশি লাভের মুখ দেখতে চলেছে, তার আভাস এসেছে জ্যোতিষ গণনায়। ১২ রাশির মধ্যে তুলা থেকে মীন এই ৬ রাশির ভাগ্যে কী কী রয়েছে তা দেখে নেওয়া যাক।

তুলা- সমস্যায় ভরা থাকবে আজকের দিনটি। কোথাও লগ্নি করার কথা ভাবলে তাড়াগুড়ো করবেন না। পরিবারের কোনও সদস্যের বিয়েতে কোনও বাধা থাকলে আজ তা দূর হয়ে যাবে এবং তাদের বিয়ের প্রস্তাবে সিলমোহর দেওয়া হতে পারে। বাইরের লোকের সাথে পরামর্শ করে কোন কাজ করবেন না। শিক্ষার্থীদের পড়াশোনায় সতর্ক থাকতে হবে।

বৃশ্চিক- আজকের দিনটি অতি উত্তম হতে চলেছে। আপনার মায়ের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। আজ আপনি কিছু নতুন সম্পত্তি পেতে পারেন। আজ আপনি পৈতৃক সম্পত্তি সংক্রান্ত মামলায় জয়লাভ করতে পারেন। আপনি, কাউকে টাকা ধার দিয়ে থাকেন তবে আজ আপনার টাকা আটকে যেতে পারে, যা আপনাকে কিছু সমস্যা হবে। 

ধনু- আজ কোনও সুখবর পেতে পারেন আপনারা। কর্মক্ষেত্রে কিছু সমস্যা যদি আপনাকে দীর্ঘদিন ধরে ঘিরে থাকে, তবে আজ আপনি সেগুলি থেকে অনেকাংশে মুক্তি পাবেন। বন্ধুর স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন। 

মকর-  ভালো মন্দ মিলিয়ে আজ দিন কাটবে। আজ ভালো চাকরি পাওয়ার কারণে পরিবারের কোনো সদস্যকে বাড়ি থেকে দূরে সরে যেতে হতে পারে।  আপনি আপনার বাবার সাথে আপনার মনে কিছু বিভ্রান্তি নিয়ে কথা বলতে পারেন। সন্তানের বিয়েতে কোনো বাধা থাকলে তাও আজ দূর হবে। 

কুম্ভ- ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি দারুন ভালো হবে। পরিবারের কোনও সদস্যদের জন্য বড়সড় সিদ্ধান্ত নিতে হতে পারে আজ। কোনও পুরনো ডিল থেকে আজ লাভ হতে পারে। চাকরির খোঁজ করছেন কেউ কেউ পেতে পারেন লাভ। তারপর পেতে পারেন দারুন ভালে কিছু খবর।

মীন- আপনার জন্য নতুন নতুন কিছু লাভ হতে পারে। কোনও সামাজিক কাজে আপনি পেতে পারেন কাজ করার সুযোগ। আজ একটি বড় সিদ্ধান্ত নিতে পারবেন। মনের যেটা ইচ্ছে করছে বহুদিন ধরে তা আজ পাবেন। সন্তানের কোনও একটি দায়িত্ব আজ পেতে পারেন। 

 

 

বন্ধ করুন