কর্কট রাশিতে বিশেষ রাজযোগ তৈরি হয়েছে - দরিদ্র রাজযোগ। ওই রাজযোগের প্রভাবে আগামী ৫০ দিন কয়েকটি রাশির জাতকদের ভাগ্য অত্যন্ত ভালো থাকবে। হাতে টাকা আসবে। দরিদ্র যোগের ফলে কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন, তা দেখে নিন -
1/5গ্রহের সেনাপতি মঙ্গল গ্রহ ইতিমধ্যে কর্কট রাশিতে প্রবেশ করেছেন। ওই গোচরের ফলে কর্কট রাশিতে দরিদ্র রাজযোগ তৈরি হয়েছে। যে রাজযোগের ফলে ব্যাপক লাভ হবে চারটি রাশির জাতকদের। ওই রাশির জাতকদের হাতে টাকা আসবে।
2/5কর্কট রাশি- দরিদ্র রাজযোগ তৈরি হয়েছে কর্কট রাশিতেই। তাই কর্কট রাশির জাতকদের ভাগ্যোদয় হবে। জীবনে সুখ-সমৃদ্ধি বাড়বে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ৫০ দিন কর্কট রাশির জাতকদের গ্রহের সেনাপতি মঙ্গলের আশীর্বাদ থাকবে। হবে ধনলাভ। জীবনে মিলবে অপার সাফল্য। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/5কন্যা রাশি- দরিদ্র যোগের প্রভাবে কন্যা রাশির জাতকরা শুভ ফল লাভ করবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ধন-সম্পদের প্রাপ্তি হবে কন্যা রাশির জাতকদের। আচমকা হাতে টাকা আসবে। যাঁরা চাকরি করেন, তাঁরা লাভবান হবেন। বিবাহিত জীবন সুখকর হবে। পারিবারিক জীবনে সুখ-সমৃদ্ধি বাড়বে।
4/5তুলা রাশি- দরিদ্র যোগের ফলে তুলা রাশির জাতকদের জীবনে শুভ খবর আসবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কর্মক্ষেত্রে অত্যন্ত লাভ হবে। আপনি যেভাবে কাজ করবেন, তাতে মুগ্ধ হবেন তুলা রাশির জাতকরা। ব্যবসায় মুনাফা বাড়বে। যাঁরা নতুন ব্যবসা শুরু করবেন, তাঁরা ভালো কোনও খবর পাবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ অবশেষে পূর্ণ হবে। জীবনে সাফল্য লাভ করবেন।
5/5বৃশ্চিক রাশি- দরিদ্র যোগের ফলে বৃশ্চিক রাশির জাতকদের মান-সম্মান বৃদ্ধি পাবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, জীবনের বিভিন্ন ক্ষেত্রে কোনও সুখবর পাবেন। যাঁরা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন, তাঁরা ভালো কোনও খবর পাবেন। নয়া চাকরিতে বড় কোনও সুযোগ মিলবে। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে। পারিবারিক জীবন সুখকর হতে চলেছে।