হিন্দু ধর্মে একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে। ভাদ্রপদ মাসের কৃষ্ণ পক্ষের একাদশী তিথিতে অজা একাদশী পালিত হয়। অজা একাদশীর দিনে বিষ্ণুর পূজার্চনা করা হয়। মনে করা হয় এদিন ব্রত-উপবাস করলে লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। চলতি বছর ৩ সেপ্টেম্বর অজা একাদশী পালিত হবে। অজা একাদশীর উপবাস রাখলে জীবনের সমস্ত সঙ্কট দূর হয় এবং মনোস্কামনা পূর্ণ হয়। অজা একাদশীর দিনে ফল, বস্ত্র, ভোজন সামগ্রী দান করলে পুণ্য ফল লাভ করা যায়।
অজা একাদশীর শুভক্ষণ
একাদশী তিথি ২ সেপ্টেম্বর সকাল ৬টা ২১ মিনিট থেকে শুরু হয়ে ৩ সেপ্টেম্বর সকাল ৭টা ৪৪ মিনিট পর্যন্ত থাকবে। তবে উদয়া তিথির কারণে ৩ সেপ্টেম্বর অজা একাদশী পালিত হবে।
একাদশী ব্রত পারণ মুহূর্ত
৪ সেপ্টেম্বর সকাল ৬টা ০১ মিনিট থেকে সকাল ৮টা ২৪ মিনিট পর্যন্ত।
ব্রতর সময় যে বিষয় সাবধানতা অবলম্বন করবেন
১. সূর্যোদয়ের আগে উঠে স্নান করে ব্রতর সংকল্প গ্রহণ করুন।
২. এদিন পেঁয়াজ-রসুন খাবেন না।
৩. অজা একাদশীর উপবাস রেখে বিষ্ণুর নাম স্মরণ করুন।
৪. ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করতে পারেন।
৫. বাদ-বিবাদ এড়িয়ে যান।