জ্যোতিষশাস্ত্রমতে, দেবগুরু বৃহস্পতির অবস্থান বেশ তাৎপর্যপূর্ণ। বৈদিক জ্যোতিষশাস্ত্রে পৌরাণিক কথা অনুযায়ী, বৃহস্পতি, শিবের কঠোর তপস্যা করে দেবগুরুর স্থান অধিকার করেছেন। বৃহস্পতিকে শিক্ষা, জ্ঞান, ধন, সমৃদ্ধি ভাগ্য, বিবাহ, সন্তান ও সৌভাগ্যের প্রতীক মনে করা হয়। মনে করা হয়, যে ব্যক্তি বৃহস্পতির কৃপা লাভ করেন, তিনি সব দিক থেকে হন লাভের অধিকারী। তাঁর ভাগ্য খুবই উজ্জ্বল হয়। দেখে যাক, দেবগুরু এই বৃহস্পতির কোন কোন রাশি সবচেয়ে প্রিয়। দেখা যাক লাকি কারা?
কর্কট
দেবগুরু বৃহস্পতির সবচেয়ে প্রিয় গ্রহের তালিকায় রয়েছে কর্কট। বৃহস্পতি সর্বদাই কৃপা করে থাকেন। যখন যখন বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করেন, তখনই জাতক জাতিকাদের ধনলাভ হয়। এঁদের সৌভাগ্যের অভাব হয় না। গুরুর কৃপায় এঁরা শিক্ষা, সামাজিক কাজে খুব উন্নতি করেন এঁরা। এঁদের সৌভাগ্য সারা জীবন থাকে।
সিংহ
সিংহ রাশির ওপর বৃহস্পতির কৃপা থাকে। এই জাতক জাতিকারা সব ক্ষেত্র থেকে সাফল্য পান। এঁরা আত্মবিশ্বাসে ভরপুর থাকেন। এঁরা চিরকালই নিজের লক্ষ্য প্রাপ্তিতে পরিশ্রম করে যান। সিংহ রাশির জাতক জাতিকারা সব ধরনের সুখ প্রাপ্তির সুবিধা ভোগ করেন। এঁরা নিজের জীবনে বিভিন্ন ধরনের উল্লেখযোগ্য অভিজ্ঞতার অধিকারী হন।
ধনু
ধনু রাশির জাতক জাতিকারা সব কাজে উৎসাহী হন। নতুন নতুন জিনিস শেখায় এঁরা আগ্রহী হন। এছাড়াও এঁরা আত্মবিশ্বাসে ভরপুর থাকেন সর্বদা। এঁরা ব্যাপক পরিশ্রমী হন। এঁরা সব কাজে পরিশ্রম করে লক্ষ্য অর্জন করে থাকেন। যেকোনও কাজে বাধা বিঘ্ন আসলেও ধনু রাশির জাতক জাতিকারা দেবগুরুর কৃপা পান।
মীন
বৃহস্পতির কৃপায় মীন রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখেছেন। এই রাশির জাতক জাতিকারা দয়ালু ও সাহসী হন। এঁদের সহানুভূতি থাকে। এঁদের কাছে থাকে গুরুর কৃপা সর্বদা থাকে বলে, জীবন সুখময় হয়। শিল্প, সাহিত্যে এঁদের আলাদা আগ্রহ থাকে। এঁরা ধৈর্যশালী। এঁদের ধৈর্যের জন্যই দেবগুরু এঁদের দেবগুরু পছন্দ করেন।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)