দেবতাদের গুরু বৃহস্পতি নবগ্রহের মধ্যে বেশ গুরুত্বপূর্ণ হতে পারেন। প্রতি বছরই দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করেন। ফলে বৃহস্পতির রাশিচক্রে পুরো ১২ বছরের সময় লাগে। তবে চলতি বছরে ৩ বার রাশি পরিবর্তন করতে চলেছেন দেবগুরু। আসন্ন সময়ে তিনি বৃষ থেকে বেরিয়ে মিথুনে প্রবেশ করবেন। মিথুনে বৃহস্পতির অবস্থানের ফলে বহু রাশি লাভের মুখ দেখতে পারেন। কারা হবেন লাকি? কতদিন দিন দেবগুরু মিথুনে অবস্থান করবেন, দেখা যাক।
মিথুন
এই রাশির জাতক জাতিকারা প্রতিটি ক্ষেত্রে অপার সাফল্য লাভ করতে পারবেন। জাতক জাতিকারা যাঁরা সন্তানকে ঘিরে সমস্যায় রয়েছেন, তাঁরা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। অনেকেই সন্তান সম্পর্কিত কোনও ভালো খবর পেতে পারেন। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। ব্যবসায় খুব লাভ পাবেন। জীবনে সুখ শান্তি থাকবে। আর্থিক কষ্ট ধীরে ধীরে কাটবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে বালো হবে।
তুলা
আধ্যাত্মের দিকে ঝোঁক বাড়বে। আপনি কোথাও ধার্মিক কাজে যেতে পারেন। দীর্ঘদিন ধরে যে কাজে আপনি চেষ্টা করে যাচ্ছেন, পরিশ্রম করে যাচ্ছেন, তাতে আপনি লাভ পেলেও পেতে পারেন। ভাই বোনদের পুরো সমর্থন পাবেন। জীবনে নানান দিক থেকে খুশি আসবে। সন্তানের তরফ থেকে কোনও সুখবর পেতে পারেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটতে পারে। কোনও কাজে যদি কেউ বাধা দিতে চান, তাহলে তা কেটে যেতে পারে।
কুম্ভ
গুরুর মিথুন রাশিতে প্রবেশ, আপনার জন্য অত্যন্ত লাভদায়ক প্রমাণিত হতে পারে। এই রাশির জাতক জাতিকাদের ধনলাভের যোগ থাকবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো দিকে যেতে পারে। মনের ইচ্ছার পূরণ হতে পারে। যাঁরা চাকরি করছেন, তাঁরা সাফল্যের মুখ দেখতে পারেন। বেতনের দিক থেকে দ্রুত হারে বৃদ্ধি হতে পারে। স্বাস্থ্য ভালো যেতে পারে। কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার ক্ষমতা বাড়তে পারে। আপনি ভবিষ্যৎ নিয়ে কোনও বড় সিদ্ধান্ত নিতে পারেন। প্রেম জীবন খুব ভালোর দিকে যেতে পারে। স্বাস্থ্য ভালোর দিকে যেতে পারে।
মিথুনে রাশিতে কতদিন থাকবেন বৃহস্পতি?
১৪ মে ২০২৫ সালে বৃষ রাশি থেকে বেরিয়ে ভোররাত ২.৩০ মিনিটে বুধের স্বামীত্বে থাকা মিথুন রাশিতে প্রবেশ করবেন দেবগুরু বৃহস্পতি। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত এই রাশিতেই থাকবেন বৃহস্পতি।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )