বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কোনও ব্রত বা অনুষ্ঠানে যদি কোনও দুর্লভ যোগ পড়ে, তাহলে তা বেশ মাহাত্ম্যের হয়ে থাকে। আজ ৬ জুলাই রয়েছে একাদশী। আজকের একাদশী দেবশায়নী একাদশী। ৬ জুলাইয়ের এই একাদশী বেশ কিছু শুভ যোগ নিয়ে আসতে পারে। এই দিনে রয়েছে ত্রিপুষ্কর যোগ, রবি যোগ। এই যোগের ফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। লক্ষ্মীদেবী ও নারায়ণের কৃপায় বেশ কিছু রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। কাদের ভাগ্য ঘুরছে আজ থেকে? দেখে নিন।
ধনু
একাদশীতে শুভ ফল দিতে পারে একাধিক শুভ যোগ। আপনার রাশিতে গুরু আদিত্য রাজযোগ শুভ সময় নিয়ে আসতে পারে। আয়ের নতুন কোনও উৎস তৈরি হতে পারে এই সময়। আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে। আপনার সামাজিক সম্পর্কগুলো আগের থেকে ভালো হবে। আপনার কোনও আকাঙ্খা থাকলে সেটিও পূরণ হতে পারে বলে ইঙ্গিত রাশিফলের। কেরিয়ারে নতুন কিছু শুরু হতে পারে। টাকার সঞ্চয় করতে পারবেন। পদোন্নতি হতে পারে চাকরি ক্ষেত্রে। এরই সঙ্গে হতে পারে বেতনবৃদ্ধি। গাড়ি বা ইলেকট্রনিক কিছু কিনতে পারেন এই সময়।
( Shani Vakri: নভেম্বর পর্যন্ত থাকবে শনিদেবের অপার কৃপা! দণ্ডনায়ক বক্রী হচ্ছে শিঘ্রই, লাকি কারা?)
( Tri Ekadash Yog: ৬ জুলাই ২০২৫ এ আসছে ত্রিএকাদশ যোগ! খেলা ঘোরাবেন শনিদেব, লাকির লিস্টে কারা?)
কর্কট
এই সময় আপনি হঠাৎ করে হাতে পেতে পারেন টাকা। বৈবাহিক জীবনে আসতে পারে মাধুর্য। সঙ্গে দাম্পত্য জীবনে খুশি আনন্দ শুরু হতে পারে। জীবনলঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। চাকরিরতদের প্রমোশনের যোগ রয়েছে। কোনও কাজে জুটে যেতে পারে ভালো টাকার বৃদ্ধি। ব্যবসায় গ্রাহক বাড়তে পারে। ফলে হাতে আসতে পারে মুনাফার টাকা। কোথাও বড় বা ছোট যাত্রায় যেতে পারেন। কোনও সুখবর এই সময় পেতে পারেন।
কন্যা
দেবশায়নী একাদশী আপনার রাশির জন্য খুবই ফলদায়ী হতে পারে। গুরু, আদিত্য রাজযোগ আপনার রাশির কর্মভাবে তৈরি হচ্ছে। এরফলে আপনি ভালো কোনও লাভ পেতে পারেন। কোনও পুরনো সম্পত্তির বিবাদ থেকে মুক্তি পেতে পারেন। কোথাও গাড়ি বা ফ্ল্যাট কেনার পরিকল্পনা থাকলে, লাভ হবে। সন্তানের সঙ্গে সম্পর্কিত কোনও ভালো খবর পেতে পারেন। চাকরিতে প্রমোশন, দায়িত্ব, ব্যবসায় সাফল্য পাবেন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করতে পারেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )