জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহদের সেনাপতি মঙ্গল বেশ প্রভাবশালী হন। নবগ্রহের মধ্যে মঙ্গলের বেশ কিছুটা শুভ প্রভাব থাকে। আত্মবিশ্বাস, সাহস, উদ্দীপনা সহ একাধিক বিষয়ের কারক হলেন মঙ্গল। এবার মঙ্গল নিজের নিচ রাশি কর্কটে থেকে ধনলক্ষ্মী রাজযোগের নির্মাণ করবে। এছাড়াও কর্কট রাশিতে চন্দ্রের অবস্থানের ফলে মঙ্গল তৈরি করবেন ধনলক্ষ্মী রাজযোগ। ২ টি লক্ষ্মীযোগ তৈরির ফলে বহু রাশির জাতক জাতিকার জীবনে তার প্রভাব পড়বে। দেখা যাক, এই দুই যোগে লাকি কারা।
মেষ
এই রাশিতে চতুর্থভাবে রয়েছেন মঙ্গল। এই রাশির জাতক জাতিকারা সব ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারেন। এঁদের আকস্মিক ধনলাভের যোগও তৈরি হবে। এই সময় মা লক্ষ্মীর কৃপায় সম্পত্তি লাভের একটি যোগ তৈরি হতে পারে। পরিবারে দীর্ঘদিন ধরে কোনও সমস্যা থাকলে তা কেটে যাবে এবার। এই সময়ে গাড়ি কেনা খুবই শুভ। বৈবাহিক জীবনে নানান খুশি, আনন্দ আসতে পারে। এর সঙ্গেই মঙ্গলের কৃপায় আত্মবিশ্বাস দ্রুত বাড়বে।
( QR Code Scam: দোকানের বাইরে লাগানো QR কোড উড়িয়ে প্রতারকদের কোড সাঁটিয়ে দেদার টাকা লুটের ফাঁদ! ধৃত ১)
কর্কট
এই মহালক্ষ্মী ও ধনলক্ষ্মী রাজযোগ দুটিই কর্কট রাশিতে হচ্ছে। তার প্রভাব সব রাশিতে পড়তে আরম্ভ করবে। তবে কর্কটের জাতকদের খুশি, আনন্দ ভরপুর থাকবে। দীর্ঘদিন আটকে থাকা কাজ পুরো হবে। নতুন চাকরির খোঁজ যাঁরা করছেন, তাঁদের সন্ধান পুরো হবে। তাঁরা পাবেন সাফল্য। কোথাও চাকরির ক্ষেত্রে আপনি ইন্টারভিউ পর্যন্ত পৌঁছতে পারেন। ব্যবসায়ে লাভের যোগ তৈরি হবে। প্রেম জীবন ভালো থাকতে চলেছে।
কন্যা
মহালক্ষ্মী আর ধনলক্ষ্মী রাজযোগ এই সময় অনুকূল প্রমাণিত হবে আপনার রাশির জাতক জাতিকার জন্য। আপনার চেষ্টা আর পরিশ্রমের ফল এবার পাবেন। কেরিয়ার সম্পর্কিত নতুন কোনও সুযোগ পাবেন। ব্যবসায় আপনি ভালো চমক পাবেন। আপনি ভালো লাভ পেতে পারেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। আয়ের নতুন নতুন রাস্তা তৈরি হবে। স্বাস্থ্য আগের থেকে ভালো হবে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)