বাংলা নিউজ > ভাগ্যলিপি > Dhanteras 2021 Gold buying timings: ধনতেরাসে সোনা কিনবেন তো? জানুন শুভ সময়, তাহলেই বছরভর হবে অর্থ বৃদ্ধি

Dhanteras 2021 Gold buying timings: ধনতেরাসে সোনা কিনবেন তো? জানুন শুভ সময়, তাহলেই বছরভর হবে অর্থ বৃদ্ধি

ত্রিপুষ্কর যোগ থাকছে সকাল ৬টা ০৬ থেকে ১১টা ৩১ মিনিট পর্যন্ত। এই যোগে কেনাকাটা শুভ।

এদিন প্রত্যেকেই কিছু না কিছু শুভ জিনিস কিনে থাকেন। অনেকে শুভক্ষণে কেনাকাটা করেন এবং শুভক্ষণ দেখে পুজো করেন।

আগামী ২ নভেম্বর, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস। এদিন সোনা, রুপো, বাসন-সহ নানান জিনিস কেনা অত্যন্ত গুরুত্ব বহন করে। এদিন প্রত্যেকেই কিছু না-কিছু শুভ জিনিস কিনে থাকেন। অনেকে শুভক্ষণে কেনাকাটা করেন এবং শুভক্ষণ দেখে পুজো করেন। এ দিন প্রদোষ কাল সন্ধ্যা ৫টা ৩৭ মিনিট থেকে রাত ৮টা ১১ মিনিট পর্যন্ত থাকবে। আবার বৃষ কাল থাকবে সন্ধ্যা ৬টা ১৮ মিনিট থেকে রাত ৮টা ১৪ মিনিট পর্যন্ত। ধনতেরাসে পুজোর শুভক্ষণ সন্ধ্যা ৬টা ১৮ মিনিট থেকে রাত ৮টা ১১ মিনিট পর্যন্ত থাকছে। এখানে জেনে নিন ধনতেরাসের কেনাকাটার শুভক্ষণ—

কেনাকাটার সকালের শুভক্ষণ

ত্রিপুষ্কর যোগ- সকাল ৬টা ০৬ থেকে ১১টা ৩১ মিনিট পর্যন্ত। এই যোগে কেনাকাটা শুভ।

অভিজিৎ মুহূর্ত- সকাল ১১টা ৪২ মিনিট থেকে দুপুর ১২টা ২৬ মিনিট পর্যন্ত। এই সময়কালও কেনাকাটার জন্য শুভ।

বিজয় মুহূর্ত- দুপুর ১টা ৩৩ মিনিট থেকে ২টো ১৮ মিনিট পর্যন্ত।

সন্ধ্যা ও রাতের সময়

গোধূলি মুহূর্ত- সন্ধ্যা ৫টা ০৫ মিনিট থেকে ৫টা ২৯ মিনিট পর্যন্ত।

প্রদোষ কাল- ৫টা ৩৫ মিনিট ৩৮ সেকেন্ড থেকে শুরু করে ৮টা ১১ মিনিট ৩০ সেকেন্ড পর্যন্ত। এ সময় পুজো ও কেনাকাটা দুই-ই করা যাবে।

নিশিতা মুহূর্ত- রাত ১১টা ১৬ মিনিট থেকে ১২টা ০৭ মিনিট।

সকালের চৌঘড়িয়া

লাভ- সকাল ১০টা ৪৩ মিনিট থেকে ১২টা ০৪ মিনিট।

অমৃত- দুপুর ১২টা ০৪ মিনিট থেকে ১টা ২৬ মিনিট।

শুভ- দুপুর ২টো ৪৭ মিনিট থেকে ৪টা ০৯ মিনিট।

রাতের চৌঘড়িয়া

লাভ- সকাল ৭টা ০৯ মিনিট থেকে ৮টা ৪৮ মিনিট পর্যন্ত।

শুভ- ১০টা ২৬ মিনিট থেকে ১২টা ০৫ মিনিট।

অমৃত- ১২টা ০৫ মিনিট থেকে ১টা ৪৩ মিনিট।

বন্ধ করুন