ধন ত্রয়োদশীর দিনে মূলত ধন্বন্তরীর পুজো করা হয়। কারতির মাসের ধনত্রয়োদশীতে সোনা, রুপোর মতো শুভ জিনিস কেনার রীতি রয়েছে। মনে করা হয়, এমন দিনে ঘরে যা আনা হবে, তা ১৩ গুণ বেড়ে যায়। পৌরাণিক কাহিনিতে বলা হয়, সমুদ্র মন্থনের সময় আবির্ভূত হন ধন্বন্তরি, এক হাতে অমৃত এবং অন্য হাতে আয়ুর্বেদ সম্পর্কিত পবিত্র পাঠ ধারণ করেন। তিনি দেবগণের চিকিৎসক হিসেবে বিবেচিত হন। সেই ধন্বন্তরির পুজোই করা হয় ধন ত্রয়োদশীতে। অনেকেই এই দিনে সোনা রুপোর মতো মূল্যবান জিনিস কিনে থাকেন।
দেখে নেওয়া যাক, ২৯ অক্টোবর ধনত্রয়োদশীর দিনে আজ কোন সময়টি শুভ। ধনতেরাসের পুজোর শুভ সময়ের দিকে নজর রাখা যাক।
( Dhanteras 2024: ধনতেরাসের দিন স্টিল সহ কী কী কেনা শুভ নয়? দিওয়ালি ২০২৪র আগে রইল শাস্ত্রমত)
ধনতেরাসের পুজোর শুভ মূহূর্ত শুরু হবে ২৯ অক্টোবর সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৮ টা ১২ মিনিট পর্যন্ত। এই ১ ঘণ্টা ৪২ মিনিট রয়েছে পুজোর সময়। যম দীপ দান করাও এই ২৯ অক্টোবর হবে। প্রদোষকাল বিকেল ৫ টা ৩৭ মিনিটে থেকে সন্ধ্যা ৮ টা ১২ মিনিট পর্যন্ত থাকবে।
কলকাতায় ধনতেরাসের সোনা, রুপো কেনাকাটার শুভ সময়:-
ধনতেরাসের কেনাকাটার ক্ষেত্রে অনেকেই সোনা রুপোকেই গুরুত্ব দেন। অনেকেই সোনা ও রুপো কিনে এদিন ঘরে আনেন। মনে করেন এতে মূল্যবান ধাতুর পরিমাণ ঘরে সংসারে আরও বাড়বে। সেই রীতি অনুযায়ী ভারতের নানান শহরে সোনা ও রপো কেনার সময়ের বিভিন্নতা রয়েছে। কলকাতায় সোনা ও রুপো কেনার শুভ সময় সন্ধ্যা ৫ টা ৫৭ মিনিট থেকে শুরু হবে আর তা চলবে সন্ধ্যা ৭ টা ৩৩ মিনিট পর্যন্ত।
শহর অনুসারে ধনতেরাসের শুভ সময় :-
মুম্বই শহরে সোনা কেনার সেরা সময় সন্ধ্যা ৭ টা ০৪ মিনিট থেকে রাত ৮ টা ১২ মিনিট পর্যন্ত। জয়পুরে সোনা কেনার শুভ সময় সন্ধ্যাস ৬.৪০ মিনিট থেকে রাত ৮.২০ মিনিট। চেন্নাইতে সোনা ও রুপো কেনার শুভ সময় সন্ধ্যা ৬.৪৪ মিনিট থেকে রাত ৮ টা ১১ মিনিট পর্যন্ত। দিল্লিতে সোনা কেনার শুভ সময় সন্ধ্যা৬.৩১ মিনিট থেকে রাত ৮.১৩ মিনিট। (এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)