ধনতেরাস ২০২৪ সালে আপনি কি কেনাকাটার আগে নজরে রেখে নিন আপনার রাশি অনুযায়ী কোন জিনসটি কেনা লাকি হবে? জ্যোতিষমতে বলা হচ্ছে, ধনতেরাসের দিন এমন একাধিক জিনিস রয়েছে, যা রাশি অনুযায়ী কিনলে ভাগ্যে আসবে সমৃদ্ধি। দেখা যাক, মেষ থেকে মীন কোন রাশির জাতকদের জন্য আজ কী কেনা সৌভাগ্যের।
মেষ-জ্যোতিষমত বলছে, আজ সোনা কিম্বা পিতলের বস্তু কিনলে বিপুল লাভ হবে। ধন সম্পত্তি প্রাপ্তির সঙ্গে আসবে আরোগ্য লাভ।
বৃষ-ধনতেরাসে কিনতে পারেন আলমারি, গাড়ি, কিম্বা ইলেকট্রনিক্সের জিনিস। সংসারে আসবে ধন সম্পত্তি। বলছে জ্যোতিষমত।
মিথুন- জ্যোতিষমতে কাঁসার বাসন কিনতে পারেন ধনতেরাসে। এতে আত্মবিশ্বাস বাড়বে। কোনও যদি পরিকল্পনা থাকে, তাহলে তা সফল হবে।
( Dhanteras 2024 Tithi: ধনতেরাস ২০২৪ এ কলকাতায় সোনা, রুপো কেনার শুভ সময় কোনটি? রইল তিথি)
কর্কট-ধনতেরাসে পিতল বা সোনার কিছু কিনতে পারেন। এতে আকস্মিক ধন বৃদ্ধি হতে পারে। বলছে জ্যোতিষমত।
( Bhut Chaturdashi 2024: ভূত চতুর্দশী ২০২৪ কবে পড়ছে? চোদ্দশাক কোন দিন খাবেন? দেখে নিন তিথি, তারিখ)
সিংহ-ধনতেরাসে তামার কিছু কিনতে পারেন। জল রাখার পাত্র হলে শুভ। এতে সংসারে আরোগ্য আসবে। বলছে জ্যোতিষমত।
কন্যা-জ্যোতিষমতে কোনও ইলেকট্রিক্যাল কিছু সামগ্রী কিনতে পারেন এবারের ধনতেরাসে। কোনও দেবি দেবতার প্রতিমা কিনতে পারেন এই সময়। এতে ধনবৃদ্ধি যোগ তৈরি হতে পারে।
তুলা-ধনতেরাসে দেবী দেবতার ছবি কিনতে পারেন। আপনার কোনও আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হতে পারে।
বৃশ্চিক- বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রুপোর কয়েন কিনতে পারেন। জ্যোতিষমত বলছে, আপনার সাহস আর পরাক্রমের প্রশংসা হবে।
ধনু-তামার প্রদীপ কিনতে পারেন আজ ধনতেরাসে। জ্যোতিষমত বলছে তামার প্রদীপ না পেলে পাত্র কিনতে পারেন। কেরিয়ারে নানান দিক থেকে উন্নতি পাবেন।
মকর- ধনতেরাসে কাঁসার পাত্র কিনতে পারেন মকর রাশির জাতক জাতিকারা। জীবনে আসবে উন্নতি।
কুম্ভ-আপনার রাশির স্বামী রাশি শনিদেব। ধনতেরাসের দিন কুম্ভ রাশির জাতক জাতিকারা কিনতে পারেন রুপোর বাসন। জলের পাত্র কেনাও শুভ হবে। এতে আপনার আকস্মিক ধনলাভ হতে পারে।
মীন- মীন রাশির স্বামী গুরুগ্রহ। ধনতেরাসে মীন রাশির জাতক জাতিকার তামার পাত্র কিনতে পারেন। এমন কিছু ঘরে আনতে পারেন যে পাত্রে জল ভরা থাকবে। আপনার ধন সমৃদ্ধি এতে বাড়তে পারে। (এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)